পাতাঝরা উদ্ভিদ কনজিয়া

কনজিয়া এক প্রকার পাতাঝরা উদ্ভিদ। এই প্রকার উদ্ভিদ শোভাবর্ধনকারী হিসেবে বেশ পরিচিত।

পরিচিতি: শোভাবর্ধনকারী পাতাঝরা কাষ্ঠল আরোহী, ১০-১৫ মিটার লম্বা। কাণ্ড ঘন রোমাবৃত। পাতা প্রায় ১০ সেন্টিমিটার লম্বা-লম্বি এবং ৪ সেন্টিমিটার আড়াআড়ি, অগ্রভাগ গোলাকার। মঞ্জরি দীর্ঘকায়, ফুলের পাপড়ি আয়তকার, অগ্রভাগ গোলীয়, সংখ্যা ৫টি, সাদাটে-বেগুনি, প্রায় ৩ সেন্টিমিটার। ফল ক্যাপসিউল। 

ফুল-ফল ধারণ: ডিসেম্বর-এপ্রিল।

অভ্যন্তরীণ বিস্তৃতি: দেশের স্থানিক উদ্ভিদ। উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে দেখা যায়। 

বহির্বিশ্বে বিস্তৃতি: ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় বিস্তৃত।

গুরুত্ব ও ঔষধি গুণাগুণ: শোভাবর্ধক উদ্ভিদ। গোলাপি-বেগুনি বর্ণের ফুল মঞ্জরিতে দীর্ঘ সময়ের জন্য থাকে।

আবাসস্থল: উঁচু ও সমতল ভূমি।

বংশবিস্তার: বীজ ও শাখা কলমের মাধ্যমে।

বর্তমান অবস্থা: দুর্লভ প্রজাতি।

সংরক্ষণ প্রস্তাবনা: সংখ্যা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, বিস্তার প্রয়োজন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh