ভেষজ উদ্ভিদ কনরিয়া

কনরিয়া একপ্রকার ভেষজ উদ্ভিদ। আমাদের দেশের চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে এই উদ্ভিদের দেখা পাওয়া যায়।

পরিচিতি: ফলজ ও ভেষজ কাষ্ঠল আরোহী। কাণ্ড মসৃণ, প্রথমদিকে রোমশ, পরবর্তীতে রোমহীন। পাতা ৩-৪ পত্রক, পত্রফলক উপবৃত্তীয়-বল্লমাকার, দৈর্ঘ্য ১২ সেন্টিমিটার এবং প্রস্থ ৬ সেন্টিমিটার। প্রান্তসীমায় করাতের ন্যায় ৮-১০টি দাঁত সুস্পষ্ট। মঞ্জরিদণ্ড খাটো, পুষ্পবৃন্ত ২ মিলিমিটার, ফুল ৪ মিলিমিটার, ডিম্বাকৃতি। ফল গোলাকার, ব্যাস প্রায় ০.৫ সেন্টিমিটার, রসালো, দ্বি-বীজী, লাল-খয়েরি। বীজ কালো। ফুল-ফল ধারণ: মার্চ-জুলাই।

আবাসস্থল: পাহাড়ি অঞ্চল।

অভ্যন্তরীণ বিস্তৃতি: দেশের একমাত্র চট্টগ্রাম জেলায় পাওয়া যায়। 

বহির্বিশ্বে বিস্তৃতি: ভারত ও বাংলাদেশে সীমাবদ্ধ।

গুরুত্ব ও ঔষধি গুণাগুণ: স্থানীয় লোকজন আরোহী উদ্ভিদের ফল খায় এবং মূল থেকে প্রস্তুতকৃত লেই ক্ষত সারাতে প্রয়োগ করে।

বংশবিস্তার: বীজ দ্বারা।

বর্তমান অবস্থা: অতি বিরল প্রজাতি।

সংরক্ষণ প্রস্তাবনা: প্রজাতিটি সর্বপ্রথম ১৯২৫ সালে সনাক্ত করা হয়। দুর্লভ প্রজাতির ওই আরোহীটি সংরক্ষণ অতি জরুরি। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh