আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৭:১০ পিএম
আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৭:১৬ পিএম
ইউক্রেনে হামলা
চালানোর কারণ জানালেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি)
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাশিয়া ইউক্রেন দখল করতে চায় না। সামরিকভাবে নিরস্ত্র
করতে চায়।
রাশিয়ার প্রেসিডেন্ট
ভ্লাদিমির পুতিনও আগে একই কথা বলেছিলেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সেই কথার পুনরাবৃত্তি
করেছেন মাত্র।
আন্তর্জাতিক
সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুসারে, লাভরভের ওই বক্তব্যের আগেই রুশ সৈন্যরা ইউক্রেনের রাজধানী
কিয়েভে প্রবেশ করেছে।
রাশিয়া একটি
গণতান্ত্রিক দেশে হামলা চালাতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে লাভরভ ইউক্রেনকে গণতান্ত্রিক
দেশ হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানান।
তিনি বলেন,
সাবেক যুগোস্লাভিয়া, ইরাক ও লিবিয়ায় পশ্চিমা দেশগুলো আগ্রাসন চালিয়েছিল। গণতন্ত্রের
নামে এসব আগ্রাসনে হাজারও নিরস্ত্র মানুষের প্রাণ গেছে। পশ্চিমারা ইউক্রেনের হাতেও
অস্ত্র তুলে দিয়েছে। তাই রাশিয়া দেশটিকে নিরস্ত্র করবে। ইউক্রেনের সেনাদের অস্ত্র ত্যাগ
করতে হবে।
ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার
সামরিক অভিযানের দ্বিতীয় দিনটিও সফল হয়েছে। সূত্র: বিবিসি
বিষয় : ইউক্রেন রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh