ইউক্রেনের ৮৭টি সামরিক টার্গেটে হামলা চালানোর ঘটনায় ৫০০ সেনাকে হত্যা করার দাবি করেছে রাশিয়া।
আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে একটি ভিডিও পোস্ট করে এই কথা জানায়।
ভিডিওতে দেখা যায়, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর একটি সংরক্ষণাগার ও মেরামতের ঘাঁটির নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। সেখানে সামরিক ট্যাঙ্ক এবং অন্যান্য সামরিক যান দেখা গেছে। এগুলোর মধ্যে গোলাবারুদ, অস্ত্র, এবং ইউক্রেনীয় সামরিক বাহিনীর অন্যান্য সরঞ্জাম রয়েছে বলে জানানো হয়।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত অব্যাহত রয়েছে।
সূত্র- রয়টার্স
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh