ইউক্রেন যুদ্ধ বছরের পর বছর চলতে পারে। তাই পশ্চিমাদের উচিত দেশটিকে দীর্ঘদিন সহযোগিতার জন্য প্রস্তুতি নেওয়া। উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ আজ রবিবার (১৯ জুন) এই পূর্বাভাস দিয়েছেন।
ন্যাটোর মহাসচিব জানিয়েছেন, যুদ্ধের ব্যয় অনেক বেশি। কিন্তু মস্কোকে তার সামরিক লক্ষ্য অর্জনের সুযোগ দেওয়ার ব্যয় হবে আরো অনেক বেশি।
জার্মান সংবাদমাধ্যম বিল্ডকে দেওয়া সাক্ষাৎকারে স্টলটেনবার্গ বলেছেন, আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে যে এর জন্য কয়েক বছর সময় লাগতে পারে। আমাদের ইউক্রেনকে সমর্থন করা ছেড়ে দেওয়া উচিত নয়। শুধু সামরিক সহায়তার জন্যই নয়, শক্তি ও খাদ্যের দাম বৃদ্ধির কারণেও খরচ বেশি হবে।
পশ্চিমা সামরিক জোটের প্রধান জানিয়েছেন, ইউক্রেনকে আরো আধুনিক অস্ত্র সরবরাহ করলে সিংহভাগ রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা দোনবাস অঞ্চলকে মুক্ত করার সম্ভাবনা বাড়িয়ে দেবে।
বিষয় : ইউক্রেন উত্তর আটলান্টিক ন্যাটো
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh