জার্মানিতে ধর্মীয় সম্মেলনে গুলি: নিহতের সংখ্যা বেড়ে ৮

জার্মানির হামবুর্গের একটি চার্চে একটি খ্রিস্টানভিত্তিক একটি ধর্মীয় আন্দোলন গোষ্ঠী জেহোভা'স উইনেসের সম্মেলন চলাকালে এলোপাথাড়ি গুলিতে অন্তত আটজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে হামলাকারী আছে কিনা তা এখনো স্পষ্ট নয়। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে চার্চে জেহোভা'স উইনেস নামের খ্রিস্টানদের একটি গোষ্ঠীর সম্মেলনে অপর গ্রুপের সদস্য গুলিবর্ষণ করে। হত্যাকারীর উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি। পুলিশ ধারণা করছে, নিহতদের মধ্যে হামলাকারীও থাকতে পারে।

পুলিশ জানায়, হামলার উদ্দেশ্য সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই।

পুলিশের মুখপাত্র হোলগার ভেহরেন বলেন, তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন যে এজন হামলাকারী ওই ভবনে ছিলেন এবং তিনিও মৃতদের মধ্যে রয়েছেন।হামলায় কোন ধরনের অস্ত্র ব্যবহৃত হয়েছে, তাও পুলিশ জানায়নি।

ভেহরেন বলেন, পুলিশ ভবনটির ওপরের তলা থেকে গুলির শব্দ শুনেছিল। কিন্তু হামলাকারী পালিয়ে যাওয়ার কোনো ইঙ্গিত মেলেনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //