ইয়েভগিনি প্রিগোশিনের মৃত্যুর পর তাঁর ভাড়াটে ওয়াগনার বাহিনীর আফ্রিকা অপারেশন পরিচালনার জন্য রাশিয়ার সামরিক গোয়েন্দা পরিষেবার গোপন অপারেশনের প্রধান জেনারেল আন্দ্রে অ্যাভেরিয়ানভকে নিযুক্ত করা হচ্ছে।
অভিযোগ আছে, জেনারেল আন্দ্রে অ্যাভেরিয়ানভের বিরুদ্ধে রুশ ভিন্নমতাবলম্বীদের হত্যার নির্দেশ দিয়েছিলেন।
গতকাল সোমবার (২৮ আগস্ট) রাতে এ বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াগনার বাহিনীর প্রধান প্রিগোশিনের মৃত্যুর পর আফ্রিকায় কার্যক্রম পরিচালনার দায়িত্ব অ্যাভেরিয়ানভের হাতে রয়েছে।
জানা গেছে, গত জুলাইয়ে রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনের সময় আফ্রিকান নেতাদের সঙ্গে দেখা করেছিলেন আভেরিয়ানভ। ওই সম্মেলনেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসনের বিরুদ্ধে বিদ্রোহের পর প্রিগোশিনকে প্রথমবারের মতো জনসমক্ষে আসতে দেখা গিয়েছিল।
গত সপ্তাহে প্রিগোশিনের ব্যক্তিগত জেট বিমান বিধ্বস্ত হলে, তিনিসহ ওয়াগনার বাহিনীর শীর্ষস্থানীয় কয়েক নেতা নিহত হন। এদের মধ্যে প্রিগোশিনের সেকেন্ড ইন কমান্ড দিমিত্রি উটকিন এবং ওয়াগনার বাহিনীর বেসামরিক রসদ সরবরাহ প্রধান ভ্যালেরি চেকালভও ছিলেন।
দুই মাস আগে প্রিগোশিন রাশিয়ার সামরিক নেতৃত্বকে উৎখাতের হুমকি দিলে বিদ্রোহের পর ইউক্রেনে ওয়াগনার বাহিনীর অভিযান প্রত্যাহার করতে বাধ্য করেছিলেন পুতিন। তবে এই বাহিনী আফ্রিকাতে ব্যাপকভাবে সক্রিয় রয়েছে।
প্রিগোশিনের বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছিল তা এখনো অজানা। তবে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, পুতিনের নির্দেশেই তাঁকে হত্যা করা হয়েছে।
উদ্ধারকারীরা বলেছেন, তাঁরা ধ্বংসাবশেষে ১০টি মৃতদেহ খুঁজে পেয়েছেন এবং গত রবিবার রুশ কর্মকর্তারা দাবি করেছেন, ডিএনএ বিশ্লেষণ করে নিহতদের মধ্যে প্রিগোশিন থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বিমান বিধ্বস্তের পর এক মন্তব্যে প্রিগোশিনকে মন্দ ভাগ্যের লোক বলে আখ্যা দিয়েছিলেন পুতিন।_ ফক্স নিউজ
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh