ফ্রাঙ্কফুর্ট বইমেলা

ইসরায়েলকে সমর্থন করায় নাম প্রত্যাহার মালয়েশিয়ার

বিশ্বের সবচেয়ে বড় বইমেলা হিসেবে পরিচিত ফ্রাঙ্কফুর্ট বইমেলায় অংশগ্রহণের জন্য এবারে মালয়েশিয়া তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে। আর এর কারণ, আয়োজকরা মধ্যপ্রাচ্যের চলমান সংকটে ইসরায়েলের পক্ষে তাদের অবস্থান নেয়ায়। মালয়েশিয়ার শিক্ষা মন্ত্রণালয় এমন অভিযোগ জানিয়েছে। 

সোমবার (১৬ অক্টোবর) মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী জানিয়েছে, ‘’আমাদের মন্ত্রণালয় কোনোভাবেই ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের বিষয়ে আপোস করবে না। পরিষ্কারভাবে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার ইস্যু লঙ্ঘন করে ইসরায়েল এ হামলা চালিয়েছে। যা সম্পূর্ণ আইনের পরিপন্থী’’। 

আরও জানায়, প্রত্যাহারের এই সিদ্ধান্ত সরকারের। এর মধ্যদিয়ে আমরা সম্পূর্ণরূপে ফিলিস্তিনিদের পাশে থাকার বিষয়টি স্পষ্ট করছি’’। 

এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি লেখক আদানিয়া শিবলিকে দেওয়ার জন্য পরিকল্পিত লিবেরাটারপেইস সাহিত্য পুরস্কার বাতিলের পর আরব প্রকাশনা সংস্থাগুলো জার্মানির এই বইমেলা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। 

শুক্রবার ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলাটি শুরু হয়। এর আগে বুধবার মেলার পরিচালক জুয়ারগেন বুজ ইসরায়েলে আক্রমণের জন্য হামাসের নিন্দাও জানান। 

এএফপি সাহিত্য বিষয়ক সংগঠন লিটপ্রমের বরাত দিয়ে জানা গেছে, ফিলিস্তিনি লেখক আদানিয়া শিবলির উপন্যাস ‘আ মাইনর ডিটেল’ জার্মান ভাষায়ও অনূদিত হয়েছে। বইটির আখ্যান ভাগে একজন বেদুইন নারীকে ইসরায়েলি সেনার ধর্ষণের উপাখ্যান তুলে ধরা হয়েছে। ১৯৪৯ সালে ইসরায়েলি সেনাদের সহিংসতার সত্য ঘটনাকে ঘিরেই উপন্যাসটি রচিত হয়েছে।

লিটপ্রম জানিয়েছে, ‘হামাস কর্তৃক যুদ্ধ শুরুর ফলে’ আদানিয়া শিবলির পুরস্কার অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। আর এর পরেই এমন সিদ্ধান্ত নিলো মালয়েশিয়ার। 

সূত্র: রয়টার্স 


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //