স্পেনের অন্যতম শহর ভ্যালেনসিয়াতে অন্তত ১০ হাজার মানুষ আঞ্চলিক প্রধান কার্লোস মাজোনের পদত্যাগের দাবিতে বিক্ষোভের জন্য জড়ো হয়েছেন। বন্যা পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষের ব্যর্থতার কারণেই তারা এ বিক্ষোভে অংশ নেন। খবর বিবিসি।
গতকাল শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বিক্ষোভকারীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। তারা বলেন, ‘আমরা কাদায় রঞ্জিত’ আর ‘আপনারা রক্তে রঞ্জিত।’
অক্টোবরে ভ্যালেনসিয়া এবং তার পার্শ্ববর্তী প্রদেশে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আটজন। বিক্ষোভকারীদের অভিযোগ স্থানীয় কর্তৃপক্ষ বন্যার পূর্বাভাস দিতে অধিক দেরি করছেন। যার জন্য এত প্রাণহানী হয়েছে।
এদিকে বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের সঙ্গে ব্যাপকভাবে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। ছবিতে দেখা গেছে ভ্যালেনসিয়া সিটি হল কাদায় মাখানো। অন্যদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা সিটি হলের দিকে চেয়ার এবং অন্যান্য বস্তু ছুড়ে মেরেছে।
শহরের মেয়র মারিয়া জোস কাটালা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভকারীদের সহিংসতায় জানালা ভাঙার ছবি এবং আগুন দেয়ার একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ভাঙচুর করা কোনো সমাধান নয়।
ভ্যালেনসিয়া সিটি কাউন্সিল ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে জানানো হয়েছে, বন্যার কারণে এ শহরটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিক্ষোভের আয়োজক আন্না অলিভার বার্তা সংস্থা রয়টার্স বলেছেন, বন্যা নিয়ন্ত্রণে দুর্বল ব্যবস্থাপনার বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ। কারণ তাদের অবহেলার কারণে এত মানুষের প্রাণহানী হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh