বিমান হামলার আশঙ্কায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল বুধবার (২০ নভেম্বর) বার্তাসংস্থা রয়টাসের্র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বুধবার কিয়েভের দূতাবাসে বড়সড় বিমান হামলা হতে পারে, এমন ‘সুনির্দিষ্ট তথ্য’ পাওয়ার পর তারা দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নেয়।
সম্ভাব্য বিমান হামলার সতর্কতা হিসেবে কিয়েভে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিলম্বে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
গতকাল ইউক্রেন মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলা চালানোর পর আজ এই সতর্কতা জারি করা হলো।
চলমান পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি সংশোধিত পরমাণু নীতিমালায় সাক্ষর করেছেন। এই নীতি অনুযায়ী, পরমাণু শক্তিধর কোনো দেশের সমর্থনে পরমাণু শক্তিহীন কোনো দেশ রাশিয়ায় আক্রমণ চালালে একে ‘সম্মিলিত হামলা’ হিসেবে দেখা হবে। এর জবাবে পরমাণু অস্ত্রও ব্যবহার করতে পারে মস্কো।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ইউক্রেন যুক্তরাষ্ট্র বিমান হামলা
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh