তুরস্কে হোটেলে আগুন: নিহতের সংখ্যা বেড়ে ৭৬, রাষ্ট্রীয় শোক ঘোষণা

তুরস্কের মধ্যাঞ্চলীয় বোলু প্রদেশের একটি জনপ্রিয় স্কি রিসোর্টের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে । এ ঘটনার সঙ্গে সংযোগ থাকার অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকাইয়া জানান, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে হোটেলটির মালিকও আছেন।

ইয়ারলিকাইয়া আরও জানান, নিহতদের মধ্যে ৪৫ জনের মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, বাকি মৃতদেহগুলো শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হবে।


এর আগে, মঙ্গলবার স্থানীয় সময় ভোররাত সাড়ে ৩ টার দিকে কারতালকাইয়া রিসোর্টের ১২ তলা গ্র্যান্ড কারতাল হোটেলের রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় হোটেলটিতে ২৩৪ জন অতিথি ছিলেন। তাদের মধ্যে অন্তত ৫১ জন আহত হয়েছেন।


রয়টার্স জানিয়েছে, কর্তৃপক্ষ হোটেলটির সুরক্ষা ব্যবস্থা নিয়ে ক্রমাগত সমালোচনার মুখোমুখি হচ্ছে। আগুন লাগার পর কেনো সতর্কতামূলক সঙ্কেত বাজেনি বলে অভিযোগ করেছেন বেঁচে যাওয়ারা। হোটেলের অতিথিরা বলছেন, পুরোপুরি অন্ধকার হয়ে যাওয়া ধোঁয়ার ভরা করিডোর ধরে তাদের পালিয়ে আসতে হয়েছে। এসময় অনেকেই হোটেলের জানালা দিয়ে লাফিয়ে পড়েন আর আহত হন।

এদিকে ঘটনার জন্য হোটেল কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে।

এরই মধ্যে তদন্তে নেতৃত্ব দেওয়ার জন্য তুরস্কের সরকার তিনজন সরকারি কৌঁসুলিকে নিয়োগ দিয়েছে। নিহতদের স্মরণে তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান বুধবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।

কারতালকাইয়া তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল থেকে প্রায় ২৯৫ কিলোমিটার পূর্ব দিকে। প্রতি বছর স্কি ঋতুতে হাজার হাজার পর্যটক জনপ্রিয় এই গন্তব্যটিতে যান। এবার শীতকালীন পর্যটনের ভরা মৌসুমে দেশটির অন্যতম শীর্ষ এ গন্তব্যে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।









সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh