বিভিন্ন ধরনের লিপস্টিকের মধ্যে ম্যাট লিপস্টিক প্রায় সবারই পছন্দের। তবে শীতে ঠোঁটের শুষ্কতায় অনেকেই ম্যাট লিপস্টিক ব্যবহার করতে ভয় পান। তবে যারা ম্যাট লিপস্টিক ব্যবহারে অভ্যস্ত তারা আবার গ্লোসি লিপস্টিক ব্যবহারে আরামবোধ করেন না। মূলত আবহাওয়ার বিষয় মাথায় রেখে অর্থাৎ আপনার ত্বকের ধরন, লিপ কেয়ার ও পছন্দের উপর নির্ভর করেই শীতে ম্যাট বা গ্লোসি লিপস্টিক বেছে নেওয়া উচিত। চলুন জেনে নেওয়া যাক ম্যাট ও গ্লোসি লিপস্টিক ব্যবহারের সুবিধা-অসুবিধা সম্পর্কে-
গ্লোসি লিপস্টিক ব্যবহারের সুবিধা: শীতকালে ঠোঁট খুব শুষ্ক হয়ে যেতে পারে। গ্লোসি লিপস্টিক হাইড্রেটিং উপাদান দিয়ে তৈরি থাকে, যা ঠোঁটকে আর্দ্র রাখে ও শুষ্কতা কমাতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন ই বা শিয়া বাটার ঠোঁটকে মসৃণ ও কোমল রাখে। ঠোঁটের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখে সহায়ক।
শীতে ম্যাট লিপস্টিকের অসুবিধা: ম্যাট লিপস্টিক সাধারণত শুষ্ক হয়। ফলে শীতকালে এটি ঠোঁটের শুষ্কতা আরও বাড়ায়। শীতে ঠোঁটের ত্বক আরও সংবেদনশীল থাকে, তাই এ সময় ম্যাট লিপস্টিক ব্যবহার না করাই ভালো।
এছাড়া, ম্যাট লিপস্টিক দীর্ঘস্থায়ী হওয়ায়, শীতে তা ঠোঁটে শুষ্কতা ও টানটান অনুভূতি তৈরি করতে পারে। ফলে সহজেই ফাটে ঠোঁট। যা অস্বস্তির কারণ হতে পারে।
গ্লোসি লিপস্টিকের সঠিক ব্যবহার জানুন: শীতকালে গ্লোসি লিপস্টিকের সাথে লিপ বাম ব্যবহার করলে ঠোঁটের শুষ্কতা আরও কম হবে ও আর্দ্রতা বজায় থাকবে।
ম্যাট লিপস্টিকের সঠিক ব্যবহার: যারা ম্যাট লিপস্টিক ছাড়া চলতেই পারেন না, তারা ব্যবহারের আগে লিপ বাম ব্যবহার করতে পারেন। যাতে ঠোঁটের শুষ্কতা কমে ও ম্যাট লিপস্টিক সহজেই ঠোঁটে দীর্ঘস্থায়ী হয়।
শীতে ম্যাটের চেয়ে গ্লোসি লিপস্টিক সাধারণত বেশি উপকারী, কারণ এটি ঠোঁটকে আর্দ্র রাখে, শুষ্কতা কমায় ও ঠোঁটকে কোমল ও স্বাস্থ্যকর রাখে। তবে আপনি যদি ম্যাট লিপস্টিক পছন্দ করেন, তবে ঠোঁটের যত্ন নিতে বিশেষ মনোযোগ দিতে হবে। এক্ষেত্রে লিপ বাম বা হাইড্রেটিং পণ্য ব্যবহার করা উচিত।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh