বসন্ত অর্থাৎ স্প্রিং মানেই রঙের সমারোহ। আর সেই ভাবনা থেকেই সুপরিচিত উদ্যোক্তা প্ল্যাটফর্ম ও পপ-আপ শপ কেয়ার অফ ঢাকার বসন্ত উৎসব বা স্প্রিং কার্নিভালে এবারের বিশেষ থিম রাখা হয়েছে কালার্স অফ বাংলাদেশ। আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি ঢাকার ধানমন্ডি ২৭-এর মাইডাস সেন্টারে ৩০টি সৃজনশীল উদ্যোগের অংশগ্রহণে হতে যাচ্ছে কেয়ার অফ ঢাকার স্প্রিং কার্নিভাল সিজন ২। এটি মূলত বার্ষিক আয়োজন হিসেবে প্ল্যাটফর্মটির তৃতীয় আসর হলেও দ্বিতীয়বারের মতো তা আসছে বসন্তের উৎসব নিয়ে।
এই আয়োজন নিয়ে কেয়ার অব ঢাকার অন্যতম সমন্বয়কারী ও ফ্যাশন ব্র্যান্ড সরলার কর্ণধার মানসুরা স্পৃহা বলেন, ‘এটি আমাদের তৃতীয় প্রদর্শনী। এখানে আমরা ৩০টি সৃজনশীল উদ্যোগ নিয়ে কাজ করছি। আর এই প্রতিটি উদ্যোগ নিজস্ব ডিজাইনে দেশিয় পণ্য তৈরি করে।’
এর সঙ্গে যোগ করে কেয়ার অব ঢাকার আরও দুই সমন্বয়কারী ফাতেমা তুজ জোহরা নুভিয়া ও মুসাররাত নওশাবা বলেন, ‘গতবার অভূতপূর্ব সাড়া পাওয়ার পর এবারেও প্রত্যেক উদ্যোক্তা একটি বিশেষ থিমে দীর্ঘ ছয় মাসের বেশি সময় ধরে কেয়ার অফ ঢাকার জন্য একটি স্পেশাল পণ্য তৈরি করেছেন এই প্রদর্শনীকে সামনে রেখে।’
এবারের থিম কালার্স অফ বাংলাদেশ। আর বাংলাদেশের বহুমাত্রিক ও বহুবর্ণিল এক রঙের খেলা দেখা যাবে এবারের স্প্রিং কার্নিভালে। সেই সঙ্গে উদ্যোগগুলোর নিয়মিত সিগনেচার পণ্য আর বসন্তের আমেজে নতুন নতুন প্রোডাক্ট তো থাকছেই।
কেয়ার অব ঢাকার এ প্রদর্শনীতে পোশাক, গয়না, প্রসাধনী ও স্কিন কেয়ার, খাবার, ব্যাগ, আর্টস ও ক্র্যাফট, হোম ডেকোর—এই ৭ ক্যাটাগরিতে ৩০টি দেশীয় উদ্যোক্তা ব্র্যান্ড তাদের সেরা পণ্যগুলো নিয়ে হাজির হবে। এখানে অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর মধ্যে থাকছে আর্টেমিস, বেক দ্য কেক বাই রুমানা, বেগম বাহার, বেনে ফুটওয়্যার, বেণী বুনন, চন্দ্রভান, চিত্রাঙ্গদা, কটন রুটস, দীঘল, দিশা’স রোড ব্লক - রঙের মানুষ, গুটিপা, হল্লা, খাদি বাই নুভিয়া, লিলিথ, মল্লিকা, এন'স কিচেন, অবনি, অহং, ঋতি, সরলা, শিল্পালোক, সিগনেট, সুতলি, সুরঞ্জনা, সুতন্তু, ট্যান, তানিস বাংলাদেশ, তাসা, দ্য হকার্স ও ইয়ামিন'স। নান্দনিক সজ্জায় সাজানো সেরা স্টলের জন্য থাকছে বিশেষ পুরস্কার।
মানসুরা স্পৃহা জানালেন, প্রদর্শনীতে কেনাকাটার সুযোগ ছাড়া আরও অনেক কিছু থাকছে। যেকোনো স্টল থেকে কেনাকাটা করলেই পাবেন একটি করে কুপন। কুপনের দুটি অংশের একটিতে নাম ও ফোন নম্বর লিখে এক্সিবিশনের গেটে রাখা পোস্ট বক্সে ফেলে যাবেন, আরেকটি অংশ রাখবেন নিজের কাছে। এক্সিবিশন শেষে লটারির মাধ্যমে ঘোষণা করা হবে বিজয়ীদের।
প্রদর্শনীর ফ্লাইং পার্টনার ইউ এস বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে থাকছে দারুণ সব পুরষ্কার।
প্রথম পুরস্কার ঢাকা–কক্সবাজার–ঢাকা প্লেনের কাপল টিকিট।
দ্বিতীয় পুরস্কার ঢাকা–চট্টগ্রাম–ঢাকা প্লেনের কাপল টিকিট।
তৃতীয় পুরস্কার ঢাকা–সিলেট–ঢাকা প্লেনের কাপল টিকিট।
Go Girls এর পক্ষ থেকে Tour এ Upto 10% ডিস্কাউন্ট (Only for Female)
এবং আরও অনেক পুরস্কার।
এই প্রদর্শনীর অংশ হিসেবে পরিবারের ছোট সদস্যদের জন্য আয়োজন করা হচ্ছে কিডস কার্নিভাল। তাদের ভাবনার জগৎকে ফুটিয়ে তুলতে এখানে ছবি আঁকা, ক্রাফটিং, সায়েন্স এক্সপেরিমেন্ট, খেলার সেশন ইত্যাদিতে অংশ নিতে পারবে ৪ থেকে ১৪ বছর বয়সী বাচ্চারা। এই আয়োজনে কেয়ার অফ ঢাকার সঙ্গে থাকছে ‘শৈশব’।
স্প্রিং কার্নিভাল বাই কেয়ার অফ ঢাকা সিজন ২- এর টাইটেল স্পন্সর হিসেবে থাকছে বেশিদেশি। মিডিয়া পার্টনার একাত্তর টেলিভিশন আর স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে থাকছে ফ্যাশন ও লাইফস্টাইল ওয়েবপোর্টাল হাল ফ্যাশন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : স্প্রিং কার্নিভাল সিজন ২ কেয়ার অফ ঢাকা
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh