দেশি ফ্যাশন ব্র্যান্ড কে ক্র্যাফট বর্ষবরণ উৎসবকে সামনে রেখে হাজির নতুন সংগ্রহ নিয়ে। নানা মোটিফের অনুপ্রেরণায়, আধুনিকতার সমন্বয়ে দেশীয় ঐতিহ্যকে নান্দনিকভাবে উপস্থাপন করা হয়েছে নানা রকম পোশাকে।
সকল প্রাণে নব আনন্দের বার্তা নিয়ে আবার আসছে পহেলা বৈশাখ। বাঙালীর এ সার্বজনীন আনন্দ উৎসব নববর্ষ বরণের নানা আয়োজন চলে দেশে এবং দেশের বাইরে। তাইতো তে ক্র্যাফট নিয়ে এসেছে নিত্য নতুন পোশাক।
লোকজ, ক্ষুদ্র নৃগোষ্ঠী মোটিফ, জামদানী, নকঁশীকাঁথা,
ইক্কাত, ট্র্যাডিশনাল, মুঘল, আল্পনা, রিকশা আর্ট এমন নানা মোটিফ দেখা মিলছে
পোশাকে। এসব মোটিফ ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে হাতের কাজ, এমব্রয়ডারী,
কারচুপি, স্ক্রীন ও ব্লক প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট এবং টাই-ডাই মিডিয়ার ব্যবহার।
পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে আরামের বিষয়টি মাথায় রেখে ফেব্রিক হিসেবে নেয়া হয়েছে
কটন, জ্যাকার্ড কটন, সুইস কটন, হ্যান্ডলুম কটন, লিনেন, জর্জেট, সিল্ক, জয়স্রী সিল্ক,
হাফ সিল্ক ও অরগাঞ্জা।
লাল সাদার চিরচরিত সমন্বয় তো আছেই, সঙ্গে নানা রঙের ছোঁয়ায় পোশাকগুলো পেয়েছে বর্ণিল রূপ। আরামদায়ক, সময়উপযোগী ও উৎসবধর্মী কে ক্র্যাফট এর বৈশাখী আয়োজনের পোশাকগুলো সকলের দৃষ্টি কাড়বে।
আয়োজনে রয়েছে নানা প্যাটার্নের সালোয়ার কামিজ, লং-কুর্তি, রেগুলার কুর্তি, টপস্, ডাবল লেয়ারড কুর্তি, টিউনিক,গাউন, টপস-স্কার্ট। ছেলেদের জন্য রয়েছে রেগুলার, কাট বেইজড ও ফিটেড পাঞ্জাবি। এছাড়াও মিলছে ক্যাজুয়াল শার্ট, এথনিক শার্ট, ফতুয়া ও টি শার্ট।
মেয়ে শিশুদের জন্য রয়েছে সালওয়ার কামিজ, ফ্রক, কুর্তি, টপস, লেহেঙ্গা সেট, টপস
সেট, স্কার্ট। ছোট ছেলেদের জন্য নানা রঙের পাঞ্জাবী, হাফহাতা শার্ট, ফতুয়া এবং টি
শার্ট। প্যাটার্নে ভিন্নতা এবং রঙে উৎসবের আমেজ বহন করবে এ পোশাকগুরো। এছাড়াও রয়েছে পরিবারের
সকলে মিলিয়ে পরার জন্য ম্যাচিং পোশাক।
তাদের আউটলেটের পাশাপাশি পোশাক সংগ্রহ করতে ভিজিট করুন অনলাইন
শপ kaykraft.com এ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh