র‍্যাংকিংয়ে ১৮৭তম বাংলাদেশ

সদ্য প্রকাশিত ফিফা র‍্যাংকিংয়ে ১৮৭তম স্থানে থেকে বছর শেষ করেছে বাংলাদেশ। গত বছরের তুলনায় পাঁচ ধাপ এগিয়েছে জেমি ডে’র শিষ্যরা।

অন্যদিকে র‍্যাংকিংয়ে এক নম্বর পজিশনে থেকেই বছর শেষ করছে বেলজিয়াম। ফলে টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা দল হওয়ার গৌরব অর্জন করলো রবার্তো মার্টিনেজের দল।

এদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স দ্বিতীয় স্থানে থেকেই বছর শেষ করেছে। ব্রাজিল তৃতীয়, ইংল্যান্ড চতুর্থ আর উরুগুয়ে আছে পঞ্চম স্থানে। শীর্ষ দশের বাকি দলগুলো হল- বিশ্বকাপ রানার্স-আপ ক্রোয়েশিয়া, পর্তুগাল, স্পেন, আর্জেন্টিনা ও কলম্বিয়া।

সবশেষ প্রকাশিত এই র‍্যাংকিংয়ে বার্ষিক হিসেবে সবচেয়ে বড় লাফ দিয়েছে ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ কাতার। ২০১৯ সালে মধ্যপ্রাচ্যের দেশটি অর্জন করেছে ১৩৮ পয়েন্ট। ফেব্রুয়ারিতে এশিয়ান কাপ জিতে র‍্যাংকিংয়ে ৩৮ ধাপ এগিয়েছিল দলটি। এটাই চলতি বছরের র‍্যাংকিংয়ে সবচেয়ে বড় লাফ। পরের দুই স্থানে আছে যথাক্রমে আলজেরিয়া (৩২) ও জাপান (২২)।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //