তাজিকিস্তানে ফুটবল মৌসুম স্থগিত

তাজিকিস্তানে এখনো করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। করোনার উৎপত্তিস্থল চীনের সাথে সীমান্ত থাকার পরও সংক্রমণ না হওয়ায় দেশটিতে ঘরোয়া ফুটবল লিগগুলো চলছিলো। কিন্তু সতর্কতা হিসেবে দেশটির সরকার আগামী ১০ মে পর্যন্ত ফুটবল মৌসুম স্থগিতের ঘোষণা দিয়েছে।

তাজিক ফুটবল ফেডারেশন বলেছে, সোমবার থেকে চালু হচ্ছে এই স্থগিতাদেশ। তবে রবিবারের ম্যাচগুলো যথারীতি অনুষ্ঠিত হবে, কোনো দর্শক থাকবে না।

আচমকা এমন সিদ্ধান্ত নেয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। সম্প্রতি দেশটিতে নিউমোনিয়া ও সন্দেহজনক সোয়াইন ফ্লু বেড়ে যাওয়াতেই উদ্বেগ বেড়েছে।

এই কারণে শনিবার থেকে দুই সপ্তাহ স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। মজুদ ঠিক রাখতে নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন খাদ্য রফতানি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //