গিনেস বুকে চতুর্থবারের মতো মাগুরার কিশোর ফুটবলার

চতুর্থবারের মতো গিনেস বুকে নাম লেখালেন মাগুরার মাহামুদুল হাসান ফয়সাল (১৮)। এবার এক মিনিটে সবচেয়ে বেশিবার ঘাড়ের ওপর ফুটবল নাচিয়ে ও ধরে রেখে (মোস্ট ফুটবল 'সকার বল' নেক থ্রো অ্যান্ড ক্যাচেস ইন ওয়ান মিনিট) স্বীকৃতিটি পেলেন তিনি।

বৃহস্পতিবার রাতে তাকে এই স্বীকৃতি দেয় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস। এক মিনিটে ৬৬ বার ঘাড়ের ওপর ফুটবল নাচিয়ে এই রেকর্ড গড়েন তিনি। খানেই থেমে থাকতে চান না, বারবার বাংলাদেশের নাম বিশ্ব দরবারে তুলে ধরতে ফ্রি স্টাইলার ফুটবলার হিসেবে আরও একাধিক ইভেন্ট নিয়ে অনুশীলন অব্যাহত রেখেছেন বলে ফয়সাল জানান।

আরো তিনটি গিনেস রেকর্ড রয়েছে এই কিশোরের দখলে। গত বছর আগস্টে মোস্ট বাস্কেটবল নেক ক্যাচেস ইন ওয়ান মিনিট রেকর্ড গড়েন তিনি। ওই বছর এপ্রিলে এক মিনিটে দুই হাতের মধ্যে সবচেয়ে বেশি ১৪৪ বার বাস্কেটবল ঘুরিয়ে (মোস্ট বাস্কেটবল আর্ম রোল ইন ওয়ান মিনিট) তিনি রেকর্ড গড়েন। এই ফুটবল ফ্রি স্টাইলার প্রথম রেকর্ডটি গড়েন ২০১৮ সালে। সেটি ছিল মোস্ট ফুটবল আর্ম রোল ইন ওয়ান মিনিট (১৩৪ বার)।

মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের ম্যাকাটনিক্স বিভাগে ডিপ্লোমা প্রকৌশলে অধ্যায়নরত ফয়সালের বাড়ি সদর উপজেলার হাজিপুর গ্রামে। বাবা সোহেল রানা অবসরপ্রাপ্ত সেনা সদস্য। মা মঞ্জুয়ারা খানম গৃহিণী।

ফয়সাল জানান, কোনো পেশাদারী প্রশিক্ষণ ছাড়াই এসব কীর্তি গড়েছেন তিনি। এই ফ্রি স্টাইলারের অভিমত, ফুটবল ক্রিকেটের মতো পৃষ্ঠপোষকতা না থাকায় ফ্রি স্টাইল গেম বাংলাদেশে জনপ্রিয় হচ্ছে না। এটিকে জনপ্রিয় করতে যে ধরনের ব্যায়ামাগার, প্রশিক্ষক বা অন্যান্য সহযোগিতা দরকার, তা ঢাকায় কিছুটা পাওয়া গেলেও, মাগুরার মতো স্থানীয় পর্যায়ে কোনো প্রাতিষ্ঠানিক সহযোগিতা নেই বললেই চলে।

বিভিন্ন ক্লাব বা ব্যবসা প্রতিষ্ঠান এগিয়ে এলে বাংলাদেশে ফ্রি স্টাইল গেম আরো জনপ্রিয় হবে বলে মনে করেন তিনি।

নিয়মিত পড়ালেখার পাশাপাশি নিজেকে বিশ্বমানের একজন ফ্রি স্টাইলার হিসেবে গড়ে তুলতে চান মাহামুদুল হাসান ফয়সাল। এজন্য তিনি একের পর রেকর্ড গড়তে চান। আরো একাধিক রেকর্ড গড়তে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন বলে জানান ফয়সাল।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //