রোনালদোর পেনাল্টি মিসের পরেও ফাইনালে জুভেন্টাস

তিন মাসের বেশি সময় পর চালু হয়েছে ইতালিয়ান ফুটবল। কোপা ইতালিয়ার সেমিফাইনালের দ্বিতীয় লেগে এসি মিলানের সাথে গোলশূন্য ড্র করেছে জুভেন্টাস। ফলে দুই লেগ মিলিয়ে (১-১) অ্যাওয়ে গলের সুবাদে ফাইনালে জায়গা করে নিলো মারিজিও সারির শিষ্যরা। সান সিরোতে ১৩ ফেব্রুয়ারিতে প্রথম লেগের ম্যাচে ১-১ গোলে ড্র করে দুই দল।

ম্যাচের ১৬ মিনিটে জুভেন্টাসের ব্রাজিলিয়ান তারকা দানিলোকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রেবিচ। কিন্তু রোনালদো স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন। তার নেয়া পেনাল্টি কিক পোস্টে লাগলে এগিয়ে যাওয়ার সুযোগ হারায় জুভেন্টাস।

ম্যাচের ৩১ মিনিটে জুভেন্টাসের ফরাসি ব্লেইস মাতুইদি গোলমুখে জোরালো এক শট নেন। তবে মিলান গোলরক্ষক দোনারামা সেটি কর্ণারের বিনিময়ে ফিরিয়ে দেন। ৭৫ মিনিটে নেয়া পাওলো দিবালার জোরালো শটও ব্যর্থ হয়। এই ম্যাচে জুভেন্টাসের তারকা ফুটবলার রোনালদো অনেকটা নিষ্প্রভ ছিলেন।

আগামীকাল কোপা ইতালিয়ার আরেক সেমিফাইনালের দ্বিতীয় লেগে লড়বে নাপোলি ও ইন্টার মিলান। প্রথম লেগে মিলানের সান সিরো থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে নাপোলি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //