‘ফুরিয়ে যাওয়া’ সুয়ারেজে রক্ষা বার্সেলোনার

পয়েন্ট হারালেই শিরোপা রেস থেকে পুরোপুরি ছিটকে যেত বার্সেলোনা। কিন্তু লুইস সুয়ারেজের একমাত্র গোলে সেই শঙ্কাকে চাপা দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

বুধবার রাতে নু ক্যাম্পে ডার্বি ম্যাচে এস্পানিওলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে রিয়াল মাদ্রিদের সাথে পয়েন্ট ব্যবধান একে নামিয়ে এনেছে মেসিরা।

শুরুটা ভালোই করেছিল এস্পানিওল। প্রতি আক্রমণে আদ্রি এমবার্বার নেয়া শট পা দিয়ে ঠেকান মার্ক-আন্ড্রে টের স্টেগান।

প্রথমার্ধে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি স্বাগতিক বার্সেলোনা। ৪৩তম মিনিটে প্রতিপক্ষের আরেকটি প্রতি-আক্রমণে গোল খেতে বসেছিল কিকে সেতিয়েনের শিষ্যরা। 

দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে মাঠে নামার পাঁচ মিনিটে বহিষ্কার হন আনসু ফাতি। প্রতিপক্ষ ডিফেন্ডার ফের্নান্দো কালেরোকে ফাউল করে শুরুতে হলুদ কার্ড দেখেন বার্সেলোনার এই ফরোয়ার্ড। তবে ভিএআরে দেখে সরাসরি তাকে লাল কার্ড দেখান রেফারি। তিন মিনিট পর ঠিক জেরার্দ পিকেকে ফাউল করে একইভাবে এস্পানিওলের মিডফিল্ডার পল লোসানোও লাল কার্ড দেখেন। 

তবে ৫৬তম মিনিটে গ্রিজম্যানের ব্যাকহিলে বল পেয়ে মেসির নেয়া শট প্রতিহত হওয়ার পর ফাঁকায় পেয়ে জালে জড়ান সুয়ারেজ। চলতি মৌসুমে সুয়ারেজের এটি ১৫তম গোল। যদিও তাকে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল। এই গোলের মাধ্যমে লাজলো কুবালাকে (১৯৪) ছাড়িয়ে দলটির ইতিহাসের গোলদাতাদের তালিকায় এককভাবে তৃতীয় স্থান অর্জন করলেন সুয়ারেজ। 

এরপর আক্রমণ অব্যাহত রাখে এস্পানিওল। কিন্তু শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ১-০ গলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

৩৫ ম্যাচে ২৩ জয় ও সাত ড্রয়ে বার্সার পয়েন্ট ৭৬। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৭৭।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //