প্রত্যেকটা জেলার লিগ হবে: সালাউদ্দিন

অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের ফুটবলের সব শূন্যস্থান পূরণ করতে চান কাজী সালাউদ্দিন। দেশের ফুটবলের উন্নয়নে জেলা লিগ আয়োজনে কোনো ছাড় দেয়া হবে না বলে প্রতিশ্রুতিও দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টানা চতুর্থবারের এই সভাপতি।

রবিবার (১১ অক্টোবর) দুপুর আড়াইটায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা হয়। সভায় নতুন কমিটির সদস্যদের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাফুফের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন।

রাজধানীর মতিঝিলের বাফুফে ভবনের কনফারেন্স রুমে এদিন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানদের নাম ঘোষণা করা হয়। সভাপতি কাজী সালাহউদ্দিন ইমার্জেন্সি কমিটি ও জেলা ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান হয়েছেন।

দীর্ঘদিন ধরে জেলা পর্যায়ে লিগ না হওয়ায় কঠোর সমালোচনা হচ্ছিল চারবারের সভাপতি সালাহউদ্দিনের। তাই জেলায়-জেলায় খেলা ফেরাতে নিজেই এবার দায়িত্ব নিয়েছেন। সভারপর গণমাধ্যমের সঙ্গে কথা বলে অঙ্গীকার করেছেন জেলায় লিগ ফেরাবেন তিনি।

সালাহউদ্দিন বলেন, এটা আমি প্রতিজ্ঞা করতে পারি, কোনও জেলার লিগ হয়নি- এমটা আর শুনবেন না। প্রত্যেকটা জেলার লিগ হবে। অমুকের দোষ তমুকের দোষ এই ধরনের কোনো আওয়াজই আপনারা শুনবেন না।

এদিকে প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটি ও ফাইনান্স কমিটির দায়িত্বে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।

ন্যাশনাল টিমস কমিটি ও লিগ্যাল কমিটি দেখভাল করবেন সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। ঢাকা মেট্রোপলিটন ফুটবল লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে সহ-সভাপতি ইমরুল হাসানকে। ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হয়েছেন সহ-সভাপতি মো. আতাউর রহমান ভূঁইয়া মানিককে।

এছাড়া টেকনিক্যাল কমিটির পদটি আপাতত খালি রাখা হয়েছে। আগামী ৩১ অক্টোবর আবারো সহ-সভাপতির একটি পদের জন্য লড়বেন তাবিথ আউয়াল ও মহিউদ্দিন মহি। মূল নির্বাচনে দুই জনই সমান ৬৫ করে ভোট পেয়েছিলেন। নির্বাচনে বিজয়ী হবেন যে তাকেই দেয়া হবে এর দায়িত্ব।

এদিকে বাফুফের নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যেও কয়েকজনকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে। কম্পিটিশন্স কমিটি ও ইন্টারনাল অডিট কমিটি দেখবেন সদস্য হারুন অর রশীদ। কমিটি ফর ওমেন্স ফুটবল মাহফুজা আক্তার কিরণ, ফুটসাল অ্যান্ড বিচ সকার কমিটি সত্যজিৎ দাশ রূপু, জাতীয় স্কুল ফুটবল কমিটি বিজন বড়ুয়া।

কার্যনির্বাহী কমিটির বাইরে ইথিক্স অ্যান্ড ফেয়ার প্লে কমিটির চেয়ারম্যান আজমালুল হোসেন কিউসি, প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে রয়েছেন আখতার হোসেন খান, ডিসিপ্লিনারি কমিটি মেজবাহ্ উদ্দিন ও আপিল কমিটিতে আছেন আব্দুল মুয়ীদ চৌধুরী।

গেল ৩ অক্টোবর বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৩৯ জন কাউন্সিলর একজন করে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি, চারজন সহ-সভাপতি এবং ১৫ জন সদস্যকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেন। ২১ পদের জন্য লড়েন মোট ৪৭ প্রার্থী।

একনজরে বাফুফের আওতাধীন বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান হলেন যারা-

১. ইমার্জেন্সি কমিটির চেয়ারম্যান কাজী মো. সালাহ উদ্দিন।
২. প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী।
৩. ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।
৪. ফাইনান্স কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী।
৫. ঢাকা মেট্রোপলিটন ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান মো. ইমরুল হাসান।
৬. ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মো. আতাউর রহমান ভূঁইয়া (মানিক)।
৭. টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান নির্বাচিত অপর সহ-সভাপতি।
৮. কম্পিটিশন্স কমিটির চেয়ারম্যান হারুনুর রশীদ।
৯. কমিটি ফর ওমেন্স ফুটবলের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
১০. রেফারিজ কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী।
১১. লিগ্যাল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।
১২. ইন্টারনাল অডিট কমিটির চেয়ারম্যান হারুনুর রশীদ।
১৩. ফুটসাল অ্যান্ড বিচ সকার কমিটির চেয়ারম্যান সত্যজিৎ দাশ রূপু।
১৪. জাতীয় স্কুল ফুটবল কমিটির চেয়ারম্যান বিজন বড়ুয়া।
১৫. ইথিক্স অ্যান্ড ফেয়ার প্লে কমিটির চেয়ারম্যান আজমালুল হোসেন কিউসি।
১৬. প্লেয়ার স্ট্যাটাস কমিটির চেয়ারম্যান আখতার হোসেন খান।
১৭. ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন।
১৮. আপিল কমিটির চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী।
১৯. জেলা ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান কাজী মো. সালাহ উদ্দিন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //