রোনালদোর জোড়া গোলে পার্মাকে উড়িয়ে দিল জুভেন্টাস

ক্রিস্টিয়ানো রোনালদোর দুই গোলে পার্মাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। এই জয়ে সিরি-এ লিগের শীর্ষে থাকা এসি মিলানের চেয়ে আর মাত্র এক পয়েন্ট দুরে রয়েছে আন্দ্রে পিরলোর শিষ্যরা।

টানা দশম লিগ শিরোপা জয়ের মিশনে খেলতে থাকা তুরিনের জায়ান্টরা এ নিয়ে এবারের মৌসুমে টানা ১৩ ম্যাচে অপরাজিত থাকলো।

সপ্তাহের মাঝামাঝিতে আটালান্টার সাথে ১-১ গোলের ড্রয়ের ম্যাচটিতে পেনাল্টি মিস করা রোনালদো চার ম্যাচে তৃতীয়বারের মতো জোড়া গোল করার কৃতিত্ব দেখালেন। জুভেন্টাসের কোচ পিরলো ম্যাচ শেষে বলেছেন, পেনাল্টি মিস করার পর নিজের ওপর ক্ষুব্ধ ছিলেন রোনালদো। কিন্তু সৌভাগ্যবশত সেটা নিয়ে খুব বেশিদিন তাকে দুঃশ্চিন্তায় থাকতে হলো না। খুব তাড়াতাড়ি তিনি আবারো গোলের সুযোগ কাজে লাগিয়ে প্রমাণ করলেন একজন স্ট্রাইকার হিসেবে গোল করতে তিনি কতটা ভালবাসেন।

এবারের মৌসুমে প্রথম নয়টি লিগ ম্যাচের পাঁচটিতে ড্র করেছে জুভেন্টাস। এ সম্পর্কে পিরলো বলেছেন, আমরা খুব ধীরে নিজেদের লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছি।

গতকাল শনিবার (১৯ ডিসেম্বর) পার্মার মাঠে আক্রমণভাগে আলভারো মোরাতার সাথে জুটি বেঁধে খেলতে নেমেছিলেন রোনালদো। পেশীর ইনজুরির কারণে কাল অবশ্য বদলি বেঞ্চেও ছিলেন না পাওলো দিবালা। ম্যাচের শুরুটা বেশ ধীরগতিতে করেছিল সফরকারী জুভেন্টাস। শুরুতেই পার্মার অভিজ্ঞ স্লোভাকিয়ান মিডফিল্ডার জুরাজ কুকার শট দারুণ দক্ষতায় রুখে দেন জুভেন্টাসের ৪২ বছর বয়সী গোলরক্ষক গিয়ানলুইগি বুফন। অভিজ্ঞ এই ইতালিয়ান গোলরক্ষক তার সাবেক ক্লাবের বিপক্ষে খেলতে মাঠে নেমেছিলেন। পার্মার জার্সি গায়ে বুফন ১৯৯৯ সালে কোপা ইতালিয়া ও উয়েফা কাপের শিরোপা জয় করেছিলেন। 

আগামী মাসে ৪৩ বছরে পা রাখতে যাওয়া বুফন বলেছেন, যখনই আমি পার্মায় আসি তখনই আমি স্মৃতিকাতর হয়ে পড়ি। এখানে আমি জীবনের অন্যতম সেরা ১০টি বছর কাটিয়েছি যা কখনো ভোলার নয়। এখানকার মানুষ সব সময়ই আমার কাছে বিশেষ কিছু।

এ্যালেক্স সান্দ্রোর দারুণ এক পাস থেকে ডিয়ান কুলুসেভিস্কির সাইড-ফুটেড শট জুভেন্টাসকে ২৩ মিনিটে এগিয়ে দেয়। তিন মিনিট পরেই মোরাতার ক্রসে রোনালদোর শক্তিশালী হেডে স্বাগতিক গোলরক্ষক লুইগি সেপে পরাস্ত হলে ব্যবধান দ্বিগুণ হয়। বিরতির আগে পার্মা আরো পিছিয়ে পড়ার থেকে রক্ষা পায়। রোনালদোর কার্লিং শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়, লিওনার্দো বনুচ্চি খুব কাছে থেকে বল জালে জড়াতে পারেননি।

৩৫ বছর বয়সী রোনালদো বিরতির পরপরই আবারো গোলের দেখা পান। এ্যারন রামসের পাস থেকে ৪৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল পূরণ করেন এই পর্তুগীজ সুপারস্টার। এনিয়ে এবারের মৌসুমে সিরি-এ লিগে ১২ গোল করলেন রোনালদো। এসি মিলানের ইব্রাহিমোভিচ ও ইন্টার মিলানের রোমেলু লুকাকুর থেকে যা দুই গোল বেশি। স্কোরশিটে নিজেদের নামের পাশে কোনো গোল হজম না করার ব্রত নিয়ে যেন খেলতে নেমেছিল জুভেন্টাস। আর সেজন্য তারা বুফনকে ধন্যবাদ দিতেই পারে। আবারো কুকার একটি শট দারুণভাবে রুখে দিয়ে বুফন নিজেকে প্রমাণ করেছেন। 

জুভেন্টাসের সেন্টার-ব্যাক মাথিয়াস ডি লিটের গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ৮৫ মিনিটে জুভেন্টাসের হয়ে চতুর্থ গোলটি করেছেন মোরাতা। কাল পুরো ম্যাচেই তার উজ্জীবিত পারফরমেন্সে এই গোলটি তার প্রাপ্য ছিল। সব ধরনের প্রতিযোগিতায় এ নিয়ে দশম গোল করলেন এই স্প্যানিশ অ্যাটাকার।

দিনের আরেক ম্যাচে অভিজ্ঞ স্ট্রাইকার ফ্যাবিও কুয়ারিয়ারেলার গোলে ক্লডিও রানিয়েরির সাম্পাদোরিয়া তলানির ক্লাব ক্রোটনকে ৩-১ গোলে পরাজিত করে টেবিলের দশম স্থানে উঠে এসেছে। 

অপরদিকে সপ্তম স্থানে থাকা ভেরোনা ১-১ গোলে ড্র করেছে ফিওরেন্টিনার সাথে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //