গোল উৎসবের রাতে শীর্ষে উঠলো ম্যানসিটি

ম্যাচ জিতলেই প্রথমবারের মতো উঠে যাবে টেবিলের শীর্ষে। শেষ তিন আসরের দুইটিতে শিরোপা ঘরে তোলা ম্যানচেস্টার সিটির জন্য এটি ছিলো আরাধ্য। পুরোনো অনুভূতি ফিরে পাবার ম্যাচে ওয়েস্টব্রম উইচের সঙ্গে লড়াইটাও ছিলো নিজেদের মাঠে। স্বাগতিকরা হয়তো তখনো ভাবতে পারেনি এবার হবে তাদের হৃদয় ছিদ্র।

ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে ৫-০ গোলে বিধ্বস্ত করে পেপ গার্দিওলার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো। 

এর আগের ছয় রাউন্ডে জয়ী সিটি গোল পায় ম্যাচের ৬ মিনিটেই। ইলকাই গন্ডুগান্দের নিশানাবাজী থামাতে পারেনি প্রতিপক্ষের গোলরক্ষক। ২০ মিনিটে বার্নান্দো সিলভার পাস আয়ত্বে এনে ব্যবধান দ্বিগুণ করেন কানসেলো। প্রথমে অফসাইডের পতাকা উঠলেও ভিএআরের সাহায্যে গোলের বাঁশি বাজান রেফারি।

প্রথম ৩০ মিনিটে তিনবার জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ম্যান সিটি। ডি বক্সের মাঝে বল পেয়ে আবারো নিশানাবাজী গন্ডুগানের। এই নিয়ে প্রিমিয়ার লিগে নিজের শেষ আট ম্যাচে সাত গোল করলেন এই জার্মান মিডফিল্ডার। স্কোরলাইন হয় ৩-০।

বিরতির ঠিক আগে ওয়েস্টব্রম উইচকে নিয়ে যেন ছেলেখেলা করে সিটিজেনরা। রিয়াদ মাহরেজের গোলে প্রথমার্ধেই হালি পূরণ করে বিরতিতে যায় পেপ গার্দিওলার শিষ্যরা। ৫৭ মিনিটে রাহিম স্টার্লিংয়ের জয় সূচক গোলেই টেবিলের শীর্ষস্থান ছোঁয় সিটিজেনরা। দুইয়ে আছে নগর প্রতিদ্বন্দ্বি ম্যানচেস্টার ইউনাইটেড।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //