আমি না জিতলে মেসি বার্সেলোনা ছেড়ে যাবে: লাপোর্তা

বার্সেলোনার সভাপতি প্রার্থী নির্বাচন নিয়ে বেশ কিছুদিন ধরেই বেশ জল্পনা কল্পনা চলে আসছিল। এবার এক প্রার্থীর এক বক্তব্যে নতুন করে বার্সেলোনা নিয়ে আলোচনার ঝড় উঠেছে। 

সভাপতি প্রার্থী হিসেবে শক্তিশালী অবস্থানে থাকা জোয়ান লাপোর্তা দাবি করেছেন, তিনি যদি নির্বাচিত হতে না পারেন তবে এবারের গ্রীষ্মেই দলের প্রাণভোমরা লিওনেল মেসি বার্সা ছেড়ে অন্যত্র পাড়ি জমাবেন।

এমনিতেই চলতি মৌসুম শেষে বার্সেলোনার সাথে চুক্তি শেষ হয়ে গেলে ন্যু ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছেন ৩৩ বছর বয়সী মেসি। যদিও নিজের ভবিষ্যত নিয়ে চূড়ান্ত কিছু জানাননি আর্জেন্টাইন এই সুপারস্টার। তবে সভাপতি প্রার্থী হিসেবে কে নির্বাচিত হন এবং তার পক্ষ থেকে কি প্রস্তাব আসে তার উপরই মেসির ভবিষ্যত অনেকটাই নির্ভর করছে।

এর আগে ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ক্যাম্প ন্যুতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন লাপোর্তা। চলতি সপ্তাহে শেষে সভাপতি প্রার্থী হিসেবে ভিক্টর ফন্ট ও টনি ফ্রেইক্সার মধ্যে যেকোনো একজন নির্বাচিত হলে তারকা এই খেলোয়াড়কে হারানোর ঝুঁকিতে পড়বে বার্সেলোনা, এমন সতর্কবাণী করেছেন লাপোর্তা।

তিন প্রার্থী নিয়ে সাম্প্রতিক আলোচনায় লাপোর্তা বলেছেন, আমি নিশ্চিত অন্য কেউ যদি নির্বাচিত হয় তবে মেসি কোনোভাবেই বার্সেলোনায় থাকবে না। তার সাথে আমার সুসম্পর্ক রয়েছে। সম্পর্কটা পুরোটাই শ্রদ্ধার। আমরা ক্লাবের পরিস্থিতি বিবেচনা করে তাকে একটি প্রস্তাব দেবো।

তিনি আরো বলেন, হতে পারে, আমরা অর্থনৈতিকভাবে প্রতিযোগিতা করতে পারি না। তবে মেসি অর্থের দ্বারা শাসিত নয়। তিনি যথাসম্ভব সর্বোচ্চ পর্যায়ে খেলে তার ক্যারিয়ার শেষ করতে চায়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //