ইংলিশ বর্ষসেরা কোচ পেপ গার্দিওলা

ইংল্যান্ডে পা রাখার পর থেকেই ধারাবাহিক সাফল্য পাচ্ছেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটিকে নিয়ে লিগ জিতেছেন দুইবার। গত সপ্তাহে সিটির ইতিহাসে পঞ্চম ও গার্দিওলার দ্বিতীয় প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করে সিটিজেনরা। লিগের পাশাপাশি এই বছরের লিগ কাপও জিতে নিয়েছে ম্যানচেস্টারের নীল দল। শনিবার রাতে ইউরোপ সেরার ট্রফির জন্য পোর্তোয় চেলসির মুখোমুখি হবে সিটি।

এই সাফল্যের পুরষ্কার হিসেবে ইংল্যান্ড এর লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশন (এলএমএ) এর ভোটে বর্ষসেরা ম্যানেজার নির্বাচিত হয়েছেন এই স্প্যানিয়ার্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে এটা তার দ্বিতীয় বর্ষসেরা ম্যানেজারের স্বীকৃতি।

সতীর্থ ম্যানেজারদের ভোটে এই পুরষ্কার জিততে গার্দিওলা পেছনে ফেলেছেন লিডসের মার্সেলো বিয়েলসা, নরউইচের ড্যানিয়েল ফার্কে, চেলসি নারী দলের ম্যানেজার এমা হেইস, ওয়েস্ট হ্যামের ডেভিড ময়েস ও লেস্টার সিটির ব্রেন্ডন রজার্সের মতো কোচদের।

এলএমএ বর্ষসেরা পুরষ্কার পাওয়ার পর সিটির খেলোয়াড় ও স্টাফদের ধন্যবাদ জানান গার্দিওলা।

তিনি বলেন, ‘দ্বিতীয়বারের মতো এলএমএ বর্ষসেরা ম্যানেজাজের পুরষ্কার পেয়ে আমি খুবই খুশি। অন্য ম্যানেজারদের ভোটে এটা নির্বাচন করা হয়, যে কারণে এটা বিশেষ একটা অর্জন। কোনো ম্যানেজার সেরা পেশাদারদের নিয়ে কাজ করলেই কেবল এমন একটা পুরষ্কার পাওয়া সম্ভব।’

করোনাভাইরাস মহামারিতে নিজের মাকে হারানো গার্দিওলা সদ্য সমাপ্ত মৌসুমকে ক্যারিয়ারের সবচেয়ে কঠিন উল্লেখ করে বলেন, ‘আমার খেলোয়াড়রা অসাধারণ ছিল। আমাদের জন্য সবচেয়ে কঠিন মৌসুমেও তাদের পেশাদারিত্ব ও আত্মনিবেদন কখনও কমেনি। আমার স্টাফদেরও সর্বোচ্চ প্রশংসা প্রাপ্য। প্রতিদিন নিজেদের সেরটা দিয়ে তারা ম্যানচেস্টার সিটিকে আজ এখানে নিয়ে এসেছেন। এই পুরষ্কারটা তাদের সবার জন্য।’

ইংলিশ চ্যাম্পিয়ন হওয়ার মৌসুমে এটা ম্যানচেস্টার সিটির দ্বিতীয় ব্যাক্তিগত পুরষ্কার। গত সপ্তাহে সিটির ডিফেন্ডার রুবেন দিয়াস ক্রীড়া লেখকদের ভোটে বর্ষসেরা খেলোয়াড়ের সম্মান পেয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //