দাপুটে জয়ে শেষ ষোলোয় ইতালি

সুইজারল্যান্ডকে উড়িয়ে এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথম দল হিসেবে শেষ ষোলোয় পা রাখল সাবেক চ্যাম্পিয়নরা। 

বৃহস্পতিবার (১৭ জুন) রাতে গ্রুপ 'এ' এর ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে তারা। ম্যানুয়েল লুকাতেল্লির জোড়া ও ইমোবিলের গোলে সুইডিশদের ৩-০ তে ব্যবধানে হারিয়ে সবার আগে ইউরোর শেষ ষোলো নিশ্চিত করেছে মানচিনির দল।

দ্বিতীয়ার্ধে বল দখলে রাখায় সামান্য পিছিয়ে পড়লেও মাঠের আধিপত্য পুরোটা সময়ই ছিল ইতালির হাতে। তাদের ১৩ শটের তিনটি ছিল লক্ষ্যে, তিনটিই গোল। বিপরীতে সুইসদের ছয় শটের মাত্র একটি লক্ষ্যে।

প্রথম ম্যাচে তুরস্কের বিপক্ষেও একইরকম দাপুটে ফুটবল খেলে একই ব্যবধানে জিতেছিল ইতালি। এই আসরের আগে ইউরোয় কখনোই এক ম্যাচে তিন গোল করার অভিজ্ঞতা ছিল না দলটির। সেখানে এবার পাঁচ দিনের মধ্যে দুবার তাই করে দেখাল তারা।

তুর্কিদের গুঁড়িয়ে অভিযান শুরু করার আত্মবিশ্বাস তো ছিলই। পাশাপাশি সুইজারল্যান্ডের রক্ষণাত্মক মানসিকতায় ম্যাচের শুরুতেই চেপে বসার সুযোগ পেয়ে যায় ইতালি।

১৮ মিনিটে অধিনায়ক কিয়েলিনির গোলে এগিয়েও গিয়েছিল ইতালি। জটলার মধ্যে বল পেয়ে জালে জড়িয়েছিলেন তিনি। কিন্তু ভিএআরের সাহায্যে হ্যান্ডবল হওয়ায় গোলটি বাতিল করেন রেফারি।

একটু পরই হাতের ব্যথায় মাঠ ছাড়েন ইতালির অধিনায়ক কিয়েলিনি। তবে তাতে ছন্দ হারায়নি তারা। গোল পেতেও অপেক্ষাটা দীর্ঘ হয়নি ইতালির। ম্যাচের ২৫ মিনিটের সময় ভারাতির বাড়ানো পাস ফাঁকায় পেয়েছিলেন লুকাতেল্লি। বল জালে জড়াতে ভুল করেননি তিনি।

এক গোলের লিড নিয়ে বিরতিতে যাওয়া আজ্জুরিদের ফের এগিয়ে দেন লুকাতেল্লি। ম্যাচের ৫১ মিনিটে বক্সের বাইরে থেকে নেয়া শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ম্যাচের শেষ সময়ে এসে ব্যবধানটা ৩-০ করেন ইমোবিল। লুকাতেল্লির মতো তিনিও ডি বক্সের বাইরে থেকে লক্ষ্যভেদ করেন। শেষ পর্যন্ত ৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মানচিনির দল।

'এ' গ্রুপে দুই ম্যাচের দুইটিতেই জিতে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইতালি। ২ ম্যাচে একটি জয়ে তিন পয়েন্ট নিয়ে দুইয়ে ওয়েলস, এক ড্রতে সুইজারল্যান্ড আছে তিনে। আর ২ ম্যাচে জয় ও ড্র হীন তুরস্ক আছে সবার শেষে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //