ড্যামসগার্ডকে দলে ভেড়াতে মরিয়া ক্লাবগুলো

সেমি ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক ফ্রি-কিক গোল করে সাড়া ফেলেছেন ডেনমার্কের মাইকেল ড্যামসগার্ড। যা এবারের আসরের একমাত্র ফ্রি-কিক গোল। আগামী মৌসুমকে সামনে রেখে চলা গ্রীষ্মকালীন দলবদলে ডেনমার্ক মিডফিল্ডারকে দলে নিতে মরিয়া হয়ে উঠেছে ক্লাবগুলো।

এই মিডফিল্ডারে সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগে করেছে টটেনহ্যাম হটস্পার। এই ডেনিশকে দলে ভেড়াতে ৩৪ মিলিয়ন ইউএস ডলার পর্যন্ত খরচ করতে রাজি স্পাররা। এছাড়াও কিছুদিন আগে ইপিএলের দুই ঐতিহাসিক ক্লাব লিভারপুল এবং এভারটন ড্যামসগার্ডের প্রতি নিজেদের ইচ্ছের কথা জানিয়েছিলেন।

তবে ড্যামসগার্ডের দলবদলের খবরে এভারটনের বিদায়ী ম্যানেজারের উপস্থিতি নিশ্চয়ই দলটিকে অস্বস্থি দেবে।

এদিকে ড্যামসগার্ডকে দলে ভেড়াতে আগ্রহী রিয়াল মাদ্রিদ বলে জানিয়েছেন কোচ কোচ কার্লো আনচেলত্তি। চলতি গ্রীষ্মে ড্যামসগার্ডকে বার্নাব্যুতে ভেড়াতে চান স্প্যানিশ জায়ান্টরা।

গত মৌসুমে সিরি-আ এর ক্লাব সাম্পাদোরিয়ার নিয়মিত খেলোয়াড় ছিলেন ড্যামসগার্ড। এই তরুন প্রতিভা ডেনমার্কের হয়ে মাঠ মাতাতে পেরেছেন তাদের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ান এরিকসেনের জন্য, পাওয়া সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন তিনি। নজরে এসেছেন সবার।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //