বুধবার মাঠে ফিরছে প্রিমিয়ার লিগ

দেশে সপ্তাহ দুয়েক কঠোরতার পর লকডাউন শিথিল করছে সরকার। এই সময়ে বন্ধ ছিল দেশের ফুটবল। ১৩ দিনের বিরতি শেষে আগামীকাল বুধবার মাঠে গড়াবে প্রিমিয়ার লিগের ম্যাচ।

চূড়ান্ত শিডিউল অনুযায়ী প্রথম দিনেই মুক্তিযোদ্ধা এসকেসি বনাম শেখ রাসেল ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর।

প্রথম লেগে মুক্তিযোদ্ধাকে এক গোলে হারিয়েছিল শেখ রাসেল। লিগের পয়েন্ট টেবিলের সাতে থাকা শেখ রাসেলের মুখোমুখি হবে ১১তম অবস্থানে থাকা মুক্তিযোদ্ধা। যারা লিগে এখনও পর্যন্ত মাত্র দুটি জয়ের স্বাদ পেয়েছে।

এই দিন শুধু একটি ম্যাচই মাঠে নামছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি।

এই স্টেডিয়াম ছাড়াও এবার করোনা পরিস্থিতির কারণে ঢাকার বাইরের ভেন্যুগুলোতে বাতিল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। রাজধানীর ফোর্টিজ গ্রাউন্ডে লিগের ম্যাচ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পেশাদার লিগ কমিটি।

আগামী ১৭ জুলাই রহমতগঞ্জ বনাম বাংলাদেশ ‍পুলিশের ম্যাচটি দিয়ে ফোর্টিজে প্রথমবারের মতো গড়াবে লিগের ম্যাচ।

এদিকে চূড়ান্ত শিডিউল অনুযায়ী আগামী ১৭ আগস্ট চট্টগ্রাম আবাহনী বনাম মুক্তিযোদ্ধা ম্যাচ দিয়ে শেষ হচ্ছে এবারের আসর।

শেষ সপ্তাহে এএফসি কাপের ম্যাচের জন্য বসুন্ধরা কিংসের ম্যাচ রাখা হয়নি।

পয়েন্ট টেবিলের দিকে তাকালে এবার এখনও পর্যন্ত অপরাজিত দল হিসেবে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। ১৭ ম্যাচে তাদের ঝুলিতে পয়েন্ট ৪৯। ১৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ঢাকা আবাহনী। চার পয়েন্ট কম নিয়ে তিনে শেখ জামাল। ২৯ পয়েন্ট নিয়ে মোহামেডান চারে। আর অবনমনের শঙ্কায় আছে দুই দল আরামবাগ ও ব্রাদার্স ইউনিয়ন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //