সাইফকে হারিয়ে জয়ে ফিরেছে শেখ জামাল

প্রিমিয়ার লিগে বিরতির আগে জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছিল সাইফ স্পোর্টিং ক্লাব। আর অবনমনের শঙ্কায় থাকা দলের কাছে হেরে অস্বস্তিতে ছিল শেখ জামাল। বিরতির পর মাঠে নেমে সাইফকে অস্বস্তিতে ফেলে জয়ে ফিরেছে ধানমন্ডির জায়ান্টরা।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাইফকে ২-১ ব্যবধানে রোমাঞ্চকরভাবে হারায় শেখ জামাল।

এর আগে লিগের প্রথম পর্বেও সাইফকে হারিয়েছিল শফিকুল ইসলাম মানিকের বাহিনী।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ম্যাচের ডেডলক ভাঙে শেখ জামাল। কাউন্টার অ্যাটাক থেকে নিজেদের বক্স থেকে বল টিম প্লের দুর্দান্ত প্রদর্শন দেখিয়ে গোল আদায় করে নেয় সাদা-নীলরা। সুলায়মান সিল্লাহর পাস থেকে ডি-বক্সের ভেতর থেকে গোল করেন পা ওমর জবে।

এ গোলে ১৪ গোল নিয়ে লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনে রয়েছেন এই গাম্বিয়ান।

এক গোলের লিডের স্বস্তি নিয়ে বিরতিতে যায় জামাল।

ফিরে দ্বিতীয়ার্ধে সমতা করে ফেলে সাইফ। পেনাল্টি থেকে দলকে সমতাসূচক গোলটি এনে দেন জন ওকোলি।

ম্যাচের ৭৬ মিনিটে আবারও লিড নেয় শেখ জামাল। এবার দুর্দান্ত ফ্রি-কিক থেকে দলকে উল্লাসে মাতান মাঝমাঠের মায়েস্ত্রো ওটাবেক।

তার জয়সূচক গোলেই লিগে ১০ম জয়ের দেখা পায় শেখ জামাল। আর আরেকটি হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে স্টুয়ার্ট হলের সাইফ। সঙ্গে একটা অস্বস্তি নিয়েও মাঠ ছাড়ে জামাল ভূঁইয়ারা। মাথায় ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন সাইফের রক্ষণপ্রহরী রিয়াদুল হাসান রাফি।

এ জয়ে এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকা ঢাকা আবাহনীর এক ধাপ নিচে জায়গা পাকাপোক্ত করল শেখ জামাল। পরের ম্যাচে জিতলেই ‍দুইয়ে উঠে যাবে মানিকের দল। আর লিগের সপ্তম হারের স্বাদ নিয়ে সাতে নেমে গেল সাইফ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //