অনুশীলনে ফিরেছেন রোনালদো

২০২১-২২ মৌসুমকে সামনে রেখে ইতালিয়ান ক্লাব জুভেন্তাসের অনুশীলনে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। উয়েফা ইউরোর রাউন্ড অফ সিক্সটিন থেকে বিদায়ের পর এতদিন ছুটি কাঁটাচ্ছিলেন পর্তুগিজ সুপারস্টার। 

সোমবার (২৬ জুলাই) ছুটি শেষে  দলের সঙ্গে যোগ দিয়েছেন রোনালদো।

উয়েফা ইউরো ২০২০ এর দ্বিতীয় রাউন্ডে বেলজিয়ামের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় পর্তুগাল। দল ব্যর্থ হলেও রোনালদো ছিলেন দুর্দান্ত, ৫ গোলের সঙ্গে ১ অ্যসিস্টের কারনে গোল্ডেন বুট জিতেছেন তিনি। তারপর থেকেই ছুটিতে ছিলেন তিনি। 

ছুটি কাঁটিয়ে সোমবার নিজস্ব জেট বিমানে করে জুভেন্তাসের স্পোর্টস কমপ্লেক্স ‘কন্তিনাসায়’ পৌঁছেছেন পর্তুগিজ অধিনায়ক। তারপর তুরিনের ক্লাবের মেডিকেল সেন্টারে যেতে দেখা যায় রোনালদোকে। রোনালদোর মেডিকেল চেক-আপে যাওয়ার আগে সেখানে ছিল কিছু ভক্তের সমাগম।

২০১৮-১৯ মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে তুড়িনের ক্লাবটিতে যোগ দেন রোনালদো। চার বছরের চুক্তি শেষ হবে ২০২১-২২ মৌসুম শেষেই। তবে আন্তর্জাতিক গণমাধ্যমে গুঞ্জন আছে, এ মৌসুমেই দল বদলাতে পারেন রোনালদো। 

ইএসপিএনের মতো গণমাধ্যমের কাছে খবর, বড় বড় ক্লাবগুলো রোনালদোকে দলে ভেড়াতে চাচ্ছেন। তবে জুভেন্তাসের ভাইস প্রেসিডেন্ট পাভেল নাদভেদ আবার সেই শঙ্কা উড়িয়েই দিয়েছেন। শনিবার জুভেন্তাসের প্রথম প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচের পর জানিয়েছেন রোনালদো তার চুক্তিকে সম্মান জানাবেন। তবে এখনো খোলামেলা কিছু বলেননি ক্রিশ্চিয়ানো রোনালদো।

২০২০-২১ মৌসুমে জুভান্তাসের হয়ে ৪৪ ম্যাচে করেছিলেন ৩৬ গোল। জুভান্তাসকে কোপা ইতালিয়া জিততে সাহায্য করেছিলেন রোনালদো। সিরি-আ তে ২৯ গোল করে হয়েছিলেন লিগের সর্বোচ্চ গোলদাতা। তবে তার ক্লাব জুভেন্তাসকে চারে থেকেই সন্তুষ্ট থাকতে হয়েছে। আগামী শনিবার সিলবিও বার্লোসকোনি ট্রফিতে মোনার মুখোমুখি হবে জুভেন্তাস। এরপর ৮ই অগাষ্ট হুয়ান গ্যাম্পার ট্রফিতে বার্সেলোনার মুখোমুখি হবে তারা। ফলে আরেকবার মেসি-রোনালদোর লড়াই দেখার অপেক্ষায় ফুটবল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //