উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র আজ

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২১-২২ মৌসুমের গ্রুপপর্বের ড্র আজ বাংলাদেশ সময় রাত ১০টায় তুরস্কের রাজধানী ইস্তানবুলে অনুষ্ঠিত হবে। যা সরাসরি দেখা যাবে টেন-২ তে।

মোট ৩২টি দল নিয়ে ড্র অনুষ্ঠিত হবে। তার মধ্যে ২৬টি দল স্বয়ংক্রীয়ভাবে গ্রুপপর্বের জন্য কোয়ালিফাই করেছে। বাকি ৬টি দল বাছাইপর্ব খেলে এসেছে।

৩২টি দলকে চারটি পটে রাখা হয়েছে।

পট-১ এ আছে: চেলসি, ভিয়ারিয়াল, অ্যাটলেটিকো মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান, বায়ার্ন মিউনিখ, লিঁলে ও স্পোর্টিং সিপি।

পট-২ এ আছে: রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড, প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি), লিভারপুল, সেভিয়া ও বরুসিয়া ডর্টমুন্ড।

পট-৩ এ আছে: পোর্তো, আয়াক্স, শাখতার দনেৎস্ক, লাইপজিগ, সলসবার্গ, বেনফিকা, আটালান্টা ও জেনিত।

পট-৪ এ আছে: বেসিকতাস, ডায়নামো কিয়েভ, ক্লাব বুর্গে, ইয়াং বয়েজ, এসি মিলান, মালমো, ভলফসবুর্গ ও শেরিফ।

এই ৪টি পটে রাখা ৩২টি দল নিয়ে ড্রয়ের মাধ্যমে ৮টি গ্রুপ করা হবে। চ্যাম্পিয়নস লিগের এবারের আসরের গ্রুপপর্ব শুরুর সম্ভাব্য তারিখ ১৪ সেপ্টেম্বর।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //