রোনালদোর চলে যাওয়া নিয়ে ভাবছেন না আল্লেগ্রি

ক্রিশ্চিয়ানো রোনালদোকে হারিয়ে পথচলার শুরুটা একদম ভালো হয়নি জুভেন্তাসের। সিরি-আ হারতে হয়েছে নবাগত এম্পোলির বিপক্ষে। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে পর্তুগিজ ফরোয়ার্ডের চলে যাওয়া নিয়ে দলকে ভাবতে মানা করলেন কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি। দলগত প্রচেষ্টায় ধাক্কা সামাল দেয়ার তাগিদ ইতালিয়ান কোচের। 

তুরিনের দলটি ছেড়ে শুক্রবার ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেন রোনালদো। পর দিন শনিবার আলিয়াঞ্জ স্টেডিয়ামে মৌসুমের দ্বিতীয় লিগ ম্যাচে এম্পোলির বিপক্ষে ১-০ গোলে হেরে বসে জুভেন্তাস। ম্যাচে পরিষ্কার কোনো সুযোগই তৈরি করতে পারেনি তারা।

দল খারাপ খেলায় হতাশা আছে আল্লেগ্রির। কিন্তু রোনালদোকে নিয়ে ভাবার সময় এটা নয় বলে ম্যাচ শেষে ডিএজেডএনকে জানান তিনি।

‘ক্রিশ্চিয়ানো জুভেন্তাস তিন বছর কাটিয়েছে, গোল করেছে, যে কাজে সে সবচেয়ে ভালো। সে অসাধারণ খেলোয়াড়, তবে এখন আর আমরা রোনালদোকে নিয়ে ভাবতে পারি না।’

‘আমার দারুণ একটা দল আছে। তবে আমাদের বুঝতে হবে যে সব ম্যাচেই আমরা আধিপত্য করতে পারব না। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, যা ভবিষ্যতে আমাদের কাজে দেবে।’

চলতি লিগে প্রথম ম্যাচেও পয়েন্ট হারিয়েছিল জুভেন্তাস; উদিনেজের বিপক্ষে করেছিল ২-২ ড্র।

‘আমাদের কাজ করতে হবে, তবে এই দুই হোঁচট স্বাভাবিকভাবেই আমাদের ভালো করতে উৎসাহ দেবে। দলটা শক্তিশালী ও মানসম্পন্ন, ধীরে ধীরে তা ফুটে উঠবে।’

ম্যাচে এম্পোলি গোলরক্ষককে পরীক্ষা দিতে হয়েছিল কেবল একবার। শুরুর দিকে ফেদেরিকো চিয়েসার শট ফিরিয়ে দেন সফরকারী গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে কোনো চ্যালেঞ্জের মুখে পড়তেই হয়নি তাকে।

প্রথমার্ধে এম্পোলির জয়সূচক গোলটি করেন অধিনায়ক লিওনার্দো মানকুসো। বিবর্ণ পারফরম্যান্সে সমতা টানার কোনো সুযোগ তৈরি করতে পারেনি সেরি আর রেকর্ড চ্যাম্পিয়নরা। 


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //