বেনজেমার হ্যাটট্রিকে শীর্ষে রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ।

ঘরের মাঠে রবিবার রাতে করিম বেনজেমার হ্যাটট্রিকে ৫-২ ব্যবধানে হয় পায় লস ব্লাঙ্কোসরা। 

ম্যাচের ৪ মিনিটেই পিছিয়ে পড়ে রিয়াল। স্যান্টি মিনার গোলে এগিয়ে যায় সেল্টা। ২৪ মিনিটের মাথায় করিম বেনজেমা গোল করে সমতা ফেরান। তবে ৩১ মিনিটের মাথায় আবাও পিছিয়ে পড়ে রিয়াল। সেল্টা ভিগোর ফ্রাঙ্কো কার্ভি গোল করে এগিয়ে নেন দলকে। এগিয়ে থেকেই বিরতিতে যায় সেল্টা।

বিরতি থেকে ফিরেই ৪৬ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন বেনজেমা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রিয়ালকে।

৫৪ মিনিটে ভিনিসিউস জুনিয়রের গোলে এগিয়ে যায় রিয়াল। ৭২ মিনিটে এডুয়ার্ডো কামাভিনগার গোলে ব্যবধান হয় ৪-২। ম্যাচের ৮৭ মিনিটে পেনাল্টি পায় রিয়াল। পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন করিম বেনজেমা।

এই জয়ে ৪ ম্যাচ থেকে ১০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে রিয়াল মাদ্রিদ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //