রোনালদো ম্যানইউতে ফেরায় ‘অখুশি’ কাভানি

ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পর থেকে কঠিন সময় পার করছেন এডিনসন কাভানি।

রোনালদোর ওল্ড ট্রাফোর্ডে আগমনের ওলে গুনার সুলশারের দলে গুরুত্ব হারিয়েছেন উরুগুয়ের এই ফরোয়ার্ড। সাবেক ইউনাইটেড তারকা দিমিতার বারবাতভ বলছেন, কাভানি সবকিছু মিলে খুশি নন।

সংবাদমাধ্যমকে বারবাতভ বলেন, ‘কাভানি খুশি নয়। ইউনাইটেডে নিজের প্রথম সেশনে ও দুর্দান্ত ছিল। কিন্তু সে তার জায়গা হারিয়েছে এবং ৭ নম্বর জার্সিও। আমি আশা করি সুলশার এ নিয়ে তার সঙ্গে সৎ কথোপকথন সেরেছেন।’

বুলগেরিয়ান তারকা বারবাতভ বিশ্বাস করেন সব খেলোয়াড় খেলতে চায়, কিন্তু শেষ পর্যন্ত এটা নির্ভর করে কোচের সিদ্ধান্তের ওপর।

বারবাতভ এও মনে করেন, রোনালদোকে ইউনাইটেডে ফেরানো ‘শুধু ভক্তদের খুশি করার জন্য করা হয়েছে’ এবং ‘এটা সমাধানের চেয়ে সমস্যাই বেশি তৈরি করবে’।

এবারের গ্রীষ্মকালীন দলবদলে জুভেন্তাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি দেন রোনালদো। যদিও তার ম্যানচেস্টার সিটিতে যাওয়া একরকম চূড়ান্ত ছিল। তবে শেষ মুহূর্তে নাটকীয়ভাবে পর্তুগিজ তারকা নিজের পুরোনো ক্লাবের সঙ্গে চুক্তি সারেন। আর রোনালদো আসায় তার জন্য ৭ নম্বর জার্সি ছেড়ে দেন কাভানি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //