ভারতের বিপক্ষে ড্র করে যা বললেন ব্রুজন

প্রতিবেশী দেশ ভারতের বিরুদ্ধে ড্র করে বাংলাদেশের ফুটবলে উন্মাদনা বইছে। বাংলাদেশের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন সেই সুরে সংবাদ সম্মেলনের শুরুতেই বলেছেন, ‘বাংলাদেশের ফুটবল এখনো জীবন্ত।’

ভারতের মতো প্রতিপক্ষের সাথে এক পয়েন্ট পেয়ে সন্তুষ্ট অস্কার। সোমবার (৪ অক্টোবর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সিনিয়র ফুটবলারদের প্রশংসা করে বলেন, ‘দলের সিনিয়র ফুটবলারদের উপর আমি খুবই সন্তুষ্ট। তারা দুর্দান্ত খেলেছে।’ 

মাস দেড়েক আগে এই মাঠেই ভারতের ক্লাব মোহনবাগানের বিপক্ষে ড্র করে এএফসি কাপের মূল পর্বে যেতে পারেনি বসুন্ধরা কিংস। সেই দলের কোচ ছিলেন অস্কার। আজ (সোমবার) জাতীয় দলের ক্ষেত্রে ঘটল উল্টো ঘটনা। বাংলাদেশ দশ জন নিয়ে পিছিয়ে পড়েও ড্র করে। সেদিন বসুন্ধরা লীড নিয়েও দশ জন হয়ে পড়ায় ম্যাচ জিততে পারেনি। মাস দেড়েকের মধ্যে এই বৈপরীত্য সম্পর্কে অস্কার সংবাদ সম্মেলনে বলেন, ‘বিষয়টি আমার মনেও এসেছে। ম্যাচ শেষে আমার ট্রেইনারকে এটি বলছিলাম।’ 

বাংলাদেশ দল দশ জন হয়ে উঠার পরেও জয়ের আশাবাদ ছিল অস্কারের মনে, ‘আমরা দশ জন ছিলাম এরপরও জেতার চেষ্টা করেছি। আমার ফুটবলাররা তাদের সেরাটা দেয়ার চেষ্টা করেছে।’ 

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে অস্কার ভারতের অধিনায়ক সুনীল ছেত্রীকে আটকানোর কথা বলেছিলেন। সেই সুনীলকে আটকাতে পারেননি বাংলাদেশের ডিফেন্ডাররা। এ প্রসঙ্গে অস্কার বললেন, ‘সুনীল দুর্দান্ত খেলোয়াড়। বক্সের মধ্যে স্বল্প সময় ও জায়গা পেলে সে গোল করতে সক্ষম। সেটি আজও করেছে। আমরা তাদের বেশি সুযোগ দেইনি।’ 

বাংলাদেশ অন্য ম্যাচের মতো আজও বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছে। গোলের সুযোগ সম্পর্কে কোচ বলেন, ‘এটা খেলার অংশ। আমার ছেলেরা চেষ্টা করেছে।’ দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে অস্কারের নজর এখন ফাইনালের দিকে, ‘আমাদের পরের ম্যাচ স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে। তারা অত্যন্ত ভালো দল। প্রথম ম্যাচের পর পাঁচদিন বিশ্রাম নিয়ে তারা আমাদের মোকাবিলা করবে।’ 

আগামী ৭ অক্টোবর স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। 


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //