পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা চলছে: এমবাপের মা

ছয় ছয়বার প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) চুক্তি নবায়নের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে কিলিয়ান এমবাপে।  ফরাসি স্ট্রাইকারকে নিয়ে গত ক’মাসের কানাঘুষা, কিংবা রিয়াল মাদ্রিদের প্রচেষ্টা সার্বিক দিক বিবেচনায় এমবাপে যে মেয়াদ শেষ হলে পার্কে দেস প্রিন্সেস ত্যাগ করবেন সেটি প্রায় নিশ্চিতই। তাছাড়া ফ্রেঞ্চম্যানও উদগ্রীব হয়ে আছেন শৈশবের প্রেম সান্তিয়াগো বার্নাব্যুকে কাছে পেতে। লা প্যারিসিয়ানদের সঙ্গে এমবাপেকে রিয়ালের দর কষাকষির নাটকও কম হয়নি।

২২০ মিলিয়ন ইউরোও গলাতে পারেনি পিএসজির হর্তাকর্তাদের মন। কিন্তু সহসাই নাটকে ‘টুইস্ট’ আনলেন এমবাপের মা এবং প্রতিনিধি ফাইজা লামারি। বলছেন, পুত্রের চুক্তি নবায়নের জন্য পিএসজির সঙ্গে আলোচনায় বসছেন তারা!

সম্প্রতি ফরাসি গণমাধ্যম লেকিপকে দেয়া সাক্ষাৎকারে দলবদলের ব্যাপারে কথা বলেছিলেন এমবাপে।

বলেছিলেন, আগস্ট নয়; বরং আরও আগেই পিএসজি ছাড়ার চেষ্টা করেছিলেন তিনি।

তাছাড়া রিয়াল মাদ্রিদের কাছ থেকেও ক্ষণে ক্ষণে আসছে আশার বাণী। ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘জানুয়ারিতে এমবাপের বিষয়ে আমরা জানতে পারব। আমরা আশা করছি, ১লা জানুয়ারি সবকিছুর সমাধান হয়ে যাবে।’

রিয়াল তারকা করিম বেনজেমার দাবি, এমবাপের রিয়াল মাদ্রিদে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তার কাছে।

আগামী জুনে পিএসজির সঙ্গে এমবাপের চুক্তির মেয়াদ শেষ হবে। তার আগে আগামী ১লা জানুয়ারি থেকেই নতুন গন্তব্য খুঁজতে পারবেন ২২ বছর বয়সী এই তারকা খেলোয়াড়।

এরই মধ্যে বোমা ফাটালেন এমবাপের মা ফাইজা লামারি। ফরাসি সংবাদ মাধ্যম লা প্যারিসিয়েনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমরা পিএসজির সঙ্গে কথা (চুক্তি নবায়ন প্রসঙ্গে) বলছি। সবকিছু ভালোভাবেই এগোচ্ছে। লিওনার্দোর (পিএসজির ক্রীড়া পরিচালক) সঙ্গে আমার কথা হয়েছে। এতটুকু নিশ্চয়তা দিতে পারি, ও (এমবাপ্পে) চ্যাম্পিয়নস লীগ জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে।’

ফাইজা লামারি বলেন, ‘কিলিয়ানের মানসিকভাবে খুশি থাকা জরুরি। সে অখুশি থাকলে আপনাকে সরাসরি বলে দেবে। কখনো কখনো এটাও বলে ফেলে ‘আমি খেলাই ছেড়ে দেবো’। আমাদের এমনটা নিয়মিতই বলে (হাসি) কিলিয়ানের ক্ষেত্রে রাতারাতি যেকোনো কিছু বদলে যেতে পারে।’

ফাইজা লামারি যে সত্য কথাই বলছেন, তার প্রমাণ হলো ইউরো চ্যাম্পিয়নশিপের পরই ফ্রান্স জাতীয় দল থেকে অবসরের চিন্তা করেছিলেন এমবাপে। ইউরো সেরার লড়াইয়ে রাউন্ড অব সিক্সটিন থেকে বাদ পড়ে ফ্রান্স। টাইব্রেকারে সুইজারল্যান্ডের কাছে হেরে যায় বিশ্বচ্যাম্পিয়নরা। আর সেই পেনাল্টি শুট আউটে ফলাফল নির্ধারণী শটটি নিয়ে ব্যর্থ হয়েছিলেন এমবাপে। তীব্র সমালোচনার মুখে জাতীয় দলের জার্সি তুলে রাখার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //