যুব দল থেকে ছিটকে গেলেন ৪ ফুটবলার

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ সামনে রেখে চলমান বাংলাদেশের ক্যাম্প থেকে ছিটকে গেলেন চার ফুটবলার। তারা হলেন নিহাত জামাল উচ্ছ্বাস, ফাহিম মোর্শেদ, জাফর ইকবাল ও আমির হাকিম বাপ্পি।

শনিবার (১৬ অক্টোবর) দলের এক সদস্য সংবাদমাধ্যমকে জানান, পাসপোর্ট জটিলতায় বাদ পড়েন নিহাত জামান উচ্ছ্বাস। দলে যোগ দেননি জাফর ইকবাল। বাদ পড়েছেন ফাহিম মোর্শেদ ও ইনজুরিতে ছিটকে গেছে আমির হাকিম বাপ্পি।

এদের চার জনই জাতীয় বয়সভিত্তিক দলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন।

বাপ্পি আর জাফর গত বিপিএল আসরে খেলেছেন মোহামেডানের জার্সিতে। ফাহিম খেলেছেন বসুন্ধরায় ও উচ্ছ্বাস আরামবাগের হয়ে। ওই আসরে সেরা উদীয়মান ফুটবলার নির্বাচিত হন উচ্ছ্বাস।

গত আড়াই সপ্তাহধরে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ সামনে রেখে অনুশীলন করছে যুব দল। মারুফুল হকের নেতৃত্বে এই দলে সম্প্রতি যোগ দিয়েছেন ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি ফুটবলার ইউসুফ ‍জুলকারনাইন হক।

সাফে জাতীয় দলের হয়ে খেলেছেন তারিক কাজীসহ নয়জন যোগ দেবেন এই দলে।

চূড়ান্ত দল এই সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানায় বাফুফে।

২৫ অক্টোবর থেকে মাঠে গড়াতে যাচ্ছে এএফসি অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব। কুয়েতে অনুষ্ঠিত হবে বাছাইপর্বের ম্যাচগুলো। বাছাইপর্বে বাংলাদেশ লড়বে সৌদি আরব, উজবেকিস্তান ও স্বাগতিক কুয়েতের বিপক্ষে।

বাছাইপর্বে অংশ নিতে ২১ অক্টোবর দেশ ছাড়বে লাল সবুজের প্রতিনিধিরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //