দেশের ফুটবলে গোল খরা কাটাতে চান নবাব

শ্রীলঙ্কার চার জাতি টুর্নামেন্টের জন্য প্রথমবার জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন ওবাইদুর রহমান নবাব। ইতিমধ্যে দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি। সুযোগ পেলে দেশের ফুটবলে গোল খরা কাটাতে চান এ স্ট্রাইকার।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) প্রথম দিনের অনুশীলন শেষে এমন ইচ্ছার কথা জানান বসুন্ধরা কিংসের এই ফুটবলার।

নবাব বলেন, ‘আমি আমার সেরাটা দিয়ে যাব। আশা করি আমি একদিন ফুটবলের নবাব হব।’

কিংসের জার্সিতে গত লিগে মাত্র দুটি ম্যাচ খেলেন নবাব। ইনজুরিতে কয়েক মাস বসে কাটাতে হয় তার। এর মধ্যেও জাতীয় দলের ডাক পাবেন আশা করেননি তিনি।

নবাব বলেন, ‘গত সিজনে আমি খুব বেশি ম্যাচ খেলতে পারিনি চোটের জন্য। আশা করিনি কিন্তু কোচ আমার ওপর ভরসা রেখেছেন সে কারণে তিনি আমাকে দলে ডেকেছেন।’

‘এই বিরতির মধ্যে আমি ফিটনেস নিয়ে কাজ করেছি। আমার ফিটনেস ফেরাতে কোচরা কাজ করছেন। প্রথম দিন দলের সঙ্গে অনুশীলন করে কিছুটা ক্লান্ত তবে সবকিছু ঠিক আছে। খুব উপভোগ করেছি। এখানে আসতে পেরে আমি আসলেই খুশি,’ তিনি যোগ করেন।

একই সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াডে থাকার ব্যাপারে আত্মবিশ্বাসী এ ফুটবলার।

নবাব বলেন, ‘আমি মূল একাদশে খেলতে পারব কি না সেটা আমার বলার দায়িত্ব না। এটা কোচের সিদ্ধান্ত। আমি আমার সেরাটা মাঠে দিয়ে যাব। কোচ যদি মনে করেন আমি খেলার মতো যথেষ্ট ফিট তাহলে হয়তো দলে ডাক পাব। তবে আমি আশাবাদী, আত্মবিশ্বাসী যে দলে ডাক পাব।’

জাতীয় দলের খেলার স্বপ্ন বয়ে বেড়াচ্ছেন নবাব। মূল একাদশে সুযোগ পেলে ম্যাচে পার্থক্য গড়ে দেয়ার ক্ষমতা রাখেন বলে দাবি নবাবের।

তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে আমি অবশ্যই একটা পার্থক্য গড়ে দিতে পারব। দেখা যাক এরপর কী হয়।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //