ভ্যাকসিন নিলেন ৫৮ নারী ফুটবলার

ভ্যাকসিন জটিলতায় জামাল ভূঁইয়াদের ইন্দোনেশিয়া সফর বাতিল হয়েছে। এরপর বাফুফে ফুটবলারদের ভ্যাকসিন ইস্যুতে নড়েচড়ে বসেছে। 

আজ (মঙ্গলবার) দুপুরে ৫৮ জন নারী ফুটবলারদের ভ্যাকসিনের আওতায় এনেছে দেশের ফুটবলের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা।

জাতীয় ফুটবল দল ও বয়স ভিত্তিক মিলিয়ে ৫৮ জন নারী ফুটবলার আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছে। ৫৮ জনের মধ্যে ১১ জন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে আর ৪৭ জন কুর্মিটোলা ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল থেকে ডোজ গ্রহণ করেন। তাদের পরবর্তী ডোজ ১ মার্চ ।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে বাফুফে ফুটবলারদের ভ্যাকিসনের ব্যবস্থা করছে। নারী ফুটবলারদের পাশাপাশি পুরুষ ফুটবলারদেরও ভ্যাকসিন কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাফুফে। আগামী মার্চে ফিফা উইন্ডোর আগেই এই ভ্যাকসিন সংক্রান্ত কাজ সম্পন্ন করতে চায় বাফুফে। 


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //