দুর্বল কাদিজের বিপক্ষে বার্সার লজ্জার হার

লা লিগায় কাদিজের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরেছে বার্সালোনা। এ নিয়ে ঘরের মাঠে টানা দুটি ম্যাচ হারল কাতালানরা। দুর্বল কাদিজের বিপক্ষে বার্সার এ হারকে লজ্জার হার বলে অভিহিত করেছেন শুভানুধ্যায়ীরা।

গতকাল সোমবার (১৮ এপ্রিল) রাতে ন্যু ক্যাম্পে বার্সার বিপক্ষে মাঠে নামে কাদিজ। 

শেষবার ২০২১ সালের ৪ ডিসেম্বর লা লিগায় হেরেছিল বার্সেলোনা। কাকতালীয়ভাবে লা লিগায় এর আগে নিজেদের শেষ হারটিও এসেছিল ক্যাম্প ন্যুতেই, সেবার রিয়াল বেতিসের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরেছিল বার্সা।

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ক্যাম্প ন্যুতে কাদিজের কাছে হারল বার্সেলোনা। লা লিগায় টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার পর ঘরের মাঠে লা লিগার তলানির দলের কাছে হেরে যাওয়ায় বার্সার সমর্থকরা হতাশ হয়েছেন।

জাভির অধীনে বদলে যাওয়া বার্সেলোনার আভাস মিলছিল। তবে সবই যেন বদলে গেল ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ থেকে।

গতকাল সোমবার বার্সার বিপক্ষে কাদিজের হয়ে ম্যাচের ৪৮তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন লুকাস পেরেজ।

প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতেই লুকাস পেরেজ খুব কাছ থেকে একমাত্র গোল করেন। পরে এরিক গার্সিয়া, উসমান দেম্বেলেরা চেষ্টা করেও কাদিজের গোলমুখ খুলতে পারেনি।

কাদিজের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের জন্য সেরা চারে থাকাই সংশয়ে পড়ে গেল বার্সেলোনা।

এই হারে ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সা। শীর্ষ দল রিয়াল মাদ্রিদ ১৫ পয়েন্টে এগিয়ে। কাদিজ এই ৩ পয়েন্ট পেয়ে ১৬তম স্থানে উঠে গেছে। তাদের অর্জন ৩১ পয়েন্ট।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //