বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে জয়ের ধারা বজায় রেখেছে বসুন্ধরা কিংস। তাদের ভেন্যু কিংস অ্যারেনায় উত্তর বারিধারাকে ০-৬ গোলে হারিয়েছে অস্কার ব্রুজনের শিষ্যরা। এই জয়ে কিংস ১৩ ম্যাচ থেকে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে।
ম্যাচের দুই অর্ধে তিনটি করে গোল করে জয়ী দল বসুন্ধরা কিংস। ছয় গোলের মধ্যে চারটি গোল দেশি ফুটবলারদের, বাকি দুই গোল দ্বিতীয়ার্ধে নাম লেখানো দুই বিদেশির।
ম্যাচের প্রথমার্ধেই তিন গোলে লিড নেয় কিংস। ২৬ মিনিটে মিগুয়েল ফেরেইরা গোলের যাত্রা শুরু করেন। চার মিনিট পর স্কোরলাইন দ্বিগুণ করেন সোহেল রানা। গাম্বিয়ান ফরোয়ার্ড নুহা মুরং ৩৮ মিনিটে গোল করলে ৩-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় দলটি।
বিরতির পর গোল পেতে অনেক সময় নিয়েছে অস্কারের শিষ্যরা। ৮৭ মিনিটে তৌহিদুল আলম সবুজ দলের চতুর্থ গোল করেন। ইনজুরি সময়ে সুমন রেজা ও আতিকুর রহমান ফাহাদ একটি করে গোল করলে ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস।
একই দিন অনুষ্ঠিত দিনের অন্য ম্যাচে শেখ জামাল ২-১ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। মুন্সিগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ২৮ মিনিটে জামালের নতুন গাম্বিয়ান মুসা নাজরে দলকে এগিয়ে নেন। নাজরের গোলেই বিরতিতে যায় দুই দল। বিরতির পর জামালের অধিনায়ক সলোমন কিং ৬৬ মিনিটে গোল করেন। সলোমনের গোলের চার মিনিট পর মুক্তিযোদ্ধার কামারা গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। বাকি সময় মুক্তিযোদ্ধা সমতা আনার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।
এই জয়ে শেখ জামাল লীগে ১৩ ম্যাচ অপরাজিত রইল। ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে তারা। এক ম্যাচ কম খেলা ঢাকা আবাহনীর পয়েন্ট ২৫। অন্য দিকে ১৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা সংসদ রেলিগেশন জোনে।
বিষয় : প্রিমিয়ার ফুটবল বসুন্ধরা কিংস ফুটবল
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh