‘শিষ্যকে’ হারিয়ে ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন নাদাল

নিজের শিষ্য কাসপার রুডকে হারিয়ে ১৪ বারের মতো ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হলেন রাফায়েল নাদাল। আর আর ক্যারিয়ারের ২২তম গ্র্যান্ড স্লাম জিতলেন নাদাল।

গতকাল রবিবার (৫ জুন) রাতে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে রুডকে হারিয়ে এ কীর্তি গড়েন বিশ্বের অন্যতম সেরা টেনিস তারকা নাদাল।

চলতি মৌসুমে এটি নাদালের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়। এর আগে অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব হাতে তুলেছেন তিনি।  

গতকাল রোঁলা গারোয় পুরুষ এককের ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে সরাসরি ৬-৩, ৬-৩, ৬-০ গেমে হারান তিনি। প্রাইজমানি হিসেবে ৩৬ বছর বয়সী নাদাল পেয়েছেন ৫০০ মিলিয়ন ডলার। তবে ইনজুরির কারণে অনিশ্চয়তায় এই মহারথীর ভবিষ্যৎ।

সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের তালিকায় নাদালের পরেই আছেন রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ। দুজনেই জিতেছেন ২০টি করে গ্র্যান্ড স্লাম শিরোপা।

গতকাল ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার পর নাদাল বলেছেন, ‘আমার কাছে কেমন লাগছে, তা বর্ণনা করা খুব কঠিন। আমি ৩৬ বছর বয়সে আবার এখানে আসব, প্রতিদ্বন্দ্বিতা করব, ফাইনালে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোর্টে আবার খেলব; এটা আমি কখনোই ভাবিনি।’

সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন নাদাল বলেন, ‘আমি জানি না ভবিষ্যতে কি হবে। কিন্তু আমি খেলা চালিয়ে যেতে লড়াই করব।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //