মাঠে শান্তশিষ্ট হিসেবেই পরিচিত আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে এবার তার আড়ালে থাকা এক রাগের কথা প্রকাশ করলেন সতীর্থ লিয়েন্দ্রো পারেদেস।
গত বছর পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ শেষে তাকে নাকি মেরে ফেলতে চেয়েছিলেন তখনকার বার্সেলোনা তারকা মেসি!
গত বছর চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ৪-১ গোলে পিএসজির কাছে বিধ্বস্ত হয় বার্সা। ওই ম্যাচে পেনাল্টি থেকে দলের একমাত্র গোল করেন মেসি। ম্যাচ শেষে পিএসজির মিডফিল্ডার পারেদেসের এক মন্তব্যে ক্ষেপে যান সাতবারের ব্যালন ডি’অর জয়ী।
কাহা নেগরা’কে দেওয়া সাক্ষাৎকারে পারেদেস তার বর্তমান ক্লাব ও জাতীয় দলের সতীর্থের ক্ষোভের ওই ঘটনাটি প্রকাশ করেন, ‘সে রেগে গেলো, কারণ আমি আমার সতীর্থদের সঙ্গে আলাপে একটি মন্তব্য করেছিলাম। সে শুনতে পায় সেটা এবং রেগে যায়। সে সত্যিই রাগ করেছিল। এটা খুব খারাপ ছিল। সে আমাকে মেরে ফেলতে চেয়েছিল এবং আমি বাড়ি চলে যেতে চেয়েছিলাম।’
ওই উত্তপ্ত মুহূর্ত পরে যে শীতল হয়েছে তাও জানান পারেদেস। জাতীয় দলের পর তারা এখন ক্লাবেও সতীর্থ। এই মিডফিল্ডার বললেন, ‘তারপর আমি তাকে জাতীয় দলে দেখলাম এবং সে এমনভাবে কথা বললো যেন কিছুই ঘটেনি। সে আমাকে দেখিয়েছে কী ধরনের ব্যক্তি সে। সম্পর্কটা আগের মতোই হয়ে গেলো। এখন, যখনই ওই ব্যাপারটি নিয়ে আমাদের কথা হয়, আমরা হাসি। কিন্তু ওই সময় সে সত্যিই রেগে গিয়েছিল, আমাকে মেরে ফেলতে চেয়েছিল।’
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh