বিশ্বকাপে অফসাইড ধরবে সেমি-অটোমেটেড প্রযুক্তি

আসন্ন কাতার বিশ্বকাপ নির্ভুলভাবে পরিচালনা করতে অফসাইড ধরার সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। শুক্রবার (১ জুলাই) বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এ তথ্য জানিয়েছে।

জানা যায়, কাতার বিশ্বকাপে অফসাইড নিয়ে নির্ভুল সিদ্ধান্ত নিতে সবচেয়ে আধুনিক সেমি-অটোমেটেড প্রযুক্তি কার্যকর করতে বলের ভেতর থাকবে একটি সেন্সর। এটি প্রতি সেকেন্ডে ৫০০ বার তথ্য পাঠাতে থাকবে, যা নিখুঁত কিক পয়েন্ট নির্ধারণ করতে সাহায্য করবে।

এছাড়া স্টেডিয়ামের ছাদে থাকবে ১২টি শতভাগ সিংক্রোনাইজড মাল্টি ট্র্যাকিং ক্যামেরা। যা বল আর খেলোয়াড়ের ২৯টি পয়েন্টে নজরদারি করবে, সঙ্গে সঙ্গে প্রতি সেকেন্ডে ৫০ বার তথ্যও পাঠাতে থাকবে সার্ভারে যা নিখুঁতভাবে খেলোয়াড়দের পজিশন ধরতে পারবে।

কোনো খেলোয়াড় যদি অফসাইড পজিশনে থাকেন, তাহলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বুথে একটা ট্রিগার অ্যালার্ট পাঠাবে, অন ফিল্ড রেফারিরা যার সাহায্য নিতে পারবেন।

এর আগে, কাতারে অনুষ্ঠিত আরব কাপ আর ক্লাব বিশ্বকাপে এ প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। সেখানে দেখা গেছে ভিএআরের অফসাইড সিদ্ধান্ত নেওয়াতে আগে যেখানে ৭০ সেকেন্ডের মতো সময় লাগত, সেখানে এখন সেটা কমে আসছে ২৫ সেকেন্ডে।

সেমি-অটোমেটেড প্রযুক্তি সম্পর্কে ফিফার রেফারিং কমিটির প্রধান পিয়েরলুইজি কলিনা জানান, এর মাধ্যমে মাঠের রেফারিরা সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। এটা তখনই কার্যকর হবে যখন কোনো প্লেয়ার বলে গিয়ে টাচ করবে। অন্যথায় সিদ্ধান্ত বর্তাবে মাঠের রেফারির ওপর।

প্রসঙ্গত, চলতি বছরের ২১ নভেম্বর বসবে কাতার বিশ্বকাপের আসর, শেষ হবে ১৮ ডিসেম্বর।  প্রথম দিন থেকেই সেমি-অটোমেটেড প্রযুক্তিটি ব্যবহার করা হবে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //