এবার ম্যানচেস্টার ইউনাইটেড কিনছেন ইলন মাস্ক

টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক এবার ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইটবার্তায় ইলন মাস্ক নিজেই এ কথা জানিয়েছেন।

বাংলাদেশ সময় আজ বুধবার (১৭ আগস্ট) ভোরে করা টুইটবার্তায় ইলন মাস্ক লিখেছেন, ‘আমি ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নিচ্ছি। আপনাদের স্বাগতম।’

এবিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানাননি ইলন। এমনকি কোনো প্রশ্নেরও উত্তর দেননি তিনি।

বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা রয়েছে আমেরিকান গ্লেজার পরিবারের অধীনে। গতবছর ব্রিটিশ সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, অন্তত চার বিলিয়ন পাউন্ড পেলে ইউনাইটেড ক্লাবকে বিক্রি করতে রাজি গ্লেজার পরিবার।

ইলন মাস্কের টুইটের পর গ্লেজার পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে কিছু বলা হয়নি। বর্তমানে প্রায় ২৬৯ বিলিয়ন ডলারের মালিক ইলন মাস্ক। তিনি চাইলে চার বিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইউনাইটেড কিনে নেওয়া অসম্ভব কোনো বিষয় নয়।

তবে আপাতত সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নেওয়ার ব্যাপারে আইনি লড়াই লড়ছেন ইলন। টুইটার কিনে নিতে ৪৪ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু টুইটারে ফেক অ্যাকাউন্ট তথা ভুয়া প্রোফাইলের সংখ্যা বেশি অভিযোগ করে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসতে চাচ্ছেন মাস্ক। এটি নিয়েই মামলা চলছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //