কষ্ট করেই কেষ্ট পেয়েছে রিয়াল

৩-১ গোলে এস্পানিওলকে হারিয়েছে রিয়াল। তবে এ জয় তুলে নিতে রিয়ালকে বেশ পরিশ্রম করতে হয়েছে। 

ভিনিসিয়াস জুনিয়রের গোলে শুরুতেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। লিড ধরে রেখে ব্যবধান বাড়াতে প্রাণপণ চেষ্টা চালায় লা-লিগার চ্যাম্পিয়নরা। কম যায়নি এস্পানিওলও। প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেরে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া রিয়ালের ত্রাতা হয়ে আসেন ক্লাবটির বর্তমান সেরা তারকা করিম বেনজেমা। একদম শেষ দিকে জোড়া গোল করে রিয়ালকে টানা তৃতীয় জয় এনে দেন তিন।

গতকাল রবিবার (২৮ আগস্ট) রাতে আরসিডিএ স্টেডিয়ামে এস্পানিওলকে ৩-১ গোলে হারায় চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন করিম বেনজেমা। একটি গোল ভিনিসিয়াস জুনিয়র। তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট রিয়াল মাদ্রিদের।  

ম্যাচের ১২ মিনিটের মথায় ভিনিসিয়াস জুনিয়রের গোলে এগিয়ে যায় রিয়াল। ৪৩ মিনিটে সমতায় ফেরে এস্পানিওল। সানচেজের বাড়ানো পাস বক্সে পেয়ে যান জোসেলু। 

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার লক্ষ্যে আক্রমণের উপর আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না রিয়াল। অবশেষে ৮৮ মিনিটে সেই গোল করেন বেনজেমা। অতিরিক্তি ষষ্ঠ মিনিটে দশ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। বদলি নামা সেবাওসকে ফাউল করে বসেন গোলকিপার বেঞ্জামিন লেকোমতে। এতে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। এরপর সফল স্পট কিকে রিয়ালের বড় জয় নিশ্চিত করেন করিম বেনজেমা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //