যা বললেন ছাদখোলা বাসের চালক

প্রথম বারের মতো সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দল বিজয়ীর বেশে দেশে ফিরেছে। তাদের ঘিরে বিজয়োল্লাসে মেতেছে পুরো দেশ। তাদের বিজয় শোভাযাত্রার সঙ্গে যেন শরিক হয়েছিল পুরো দেশবাসীই। মোদ্দাকথা, দেশের ১৮ কোটি মানুষই আনন্দিত-রোমাঞ্চিত। কাটালো আনন্দময় এক দিন। তবে বাকি সবার চেয়ে মোহাম্মদ আবদুল কালামের রোমাঞ্চ-ভালোলাগাটা যেন একটু বেশিই। দেশে ফিরে বিজয়ী নারী ফুটবলাররা যে ছাদখোলা বাসে চড়ে স্বপ্নময় বিজয় শোভাযাত্রা করলেন, আবদুল কালাম যে সেই বাসের চালক।

হ্যাঁ, সাবিনা-সানজিদাদের বিজয় শোভাযাত্রার ছাদখোলা বাসের মূল চালক আবদুল কালাম। সাফ জয়ী মেয়েদের স্বর্ণালী শোভাযাত্রার সময় ছাদখোলা বাস চালানোর দায়িত্ব ছিল তার কাঁধেই। চালকের আসনে বসে তিনিই শাহজালাল বিমানবন্দর থেকে বাফুফে ভবনে নিয়ে গেছেন বিজয়ী সাবিনাদের।

এমন একটা স্বপ্নময় বিজয় মিছিলের অংশীদার হতে মহাখুশি আবদুল কালাম। তিনি এতটাই রোমাঞ্চিত যে, বলেছেন, দিনটার কথা কোনো দিনই ভুলবেন না। মনে থাকতে আজীবন। শুধু তাই নয়, এমন একটা আনন্দময় এবং ঐতিহাসিক একটা দিন তার জীবনে আসবে, এমনটা কখনো কল্পনাও করেননি তিনি।

আবদুল কালাম বিআরটিসির বাস চালান দীর্ঘ ২৪ বছর ধরে। দীর্ঘ চালক জীবনে অনেক ঘটনারই স্বাক্ষী হয়েছেন। কিন্তু এমন আনন্দের দিন কখনো আসেনি জানিয়ে আবদুল কালাম বলেছেন, ’আমি একজন চালক। আমার পাশে যিনি বসে আছেন, তিনি আমার সকহারী। আমি ২৪ বছর ধরে ড্রাইভিং করছি। কখনো ভাবিনি এমন একটা দিন আসবে। সত্যি বলতে, ২৪ বছরে আজকেই সবচেয়ে আনন্দ উপভোগ করেছি। চ্যাম্পিয়নদের গাড়ি চালাব, সত্যিই এমনটা কখনো ভাবিনি। আমি গর্বিত যে ফুটবলারদের সৌজন্যে শেষ বয়সে এসে এমন একটা দিন কাটালাম।’

আবদুল কালাম নিজেকে গর্বিত ভাবার আরও একটি কারণও আছে। ছাদখোলা বাসের চালক হিসেবে সকাল থেকেই তাকে টেলিভিশনের পর্দায় দেখানো হচ্ছে। ফলে তিনিও এখন সেলিব্রেটি। এ নিয়ে আবদুল কালাম বলেছেন, ‘আমার পরিবারেরও সবাই খুব খুশি। আমার ছেলেমেয়েরা ফোন দিয়ে বলেছে, আমাকে নাকি টিভিতে দেখাচ্ছে। অবশ্যই এটা আমার জন্য বড় একটা পুরস্কার। গর্বেরও। বৃদ্ধ বয়সে এসে দারুণ একটা পুরস্কার পেলাম।’

বিআরটিসির বাসের পাশাপাশি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়েরও গাড়ি চালান আবদুল কালাম। ফলে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও আবদুল কালাম খেলোয়াড়দের বহনকারী ছাদখোলা বাস চালানোর সুযোগ পাওয়ায় খুশি। আবদুল কালামের কথা, ‘আমার আরও একটা পরিচয় আছে। ১২ বছর ধরে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের বাস চালাই। ওখানকার ছাত্ররাও আমাকে ফোন দিয়ে বলেছে, ‘‘কালাম ভাই আপনাকে টিভিতে দেখাচ্ছে। আপনি তো সেলিব্রেটি হয়ে যাচ্ছেন। সত্যিই আমি খুব খুশি।’

 

 

 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //