লেভানডফস্কির ওপর ভর করে লা লিগার শীর্ষস্থানে বার্সেলোনা

সদ্য শেষ হওয়া আন্তর্জাতিক বিরতিতে বেশ কয়েকজন খেলোয়াড়কে হারিয়ে কিছুটা চাপে ছিল বার্সেলোনা। অক্টোবরের কঠিন ব্যস্ত সূচিতে কাতালান ক্লাবের ওপর সেই চাপের প্রভাব পড়ে নাকি, তা নিয়ে সন্দিহানও ছিলেন অনেকে।

তবে আপাতত অক্টোবরের কঠিন সূচির শুরুটা ভালোই করেছে বার্সেলোনা। রবার্ট লেভানডফস্কির একমাত্র গোলে রিয়াল মায়োর্কাকে ১-০ গোলে হারিয়ে লা লিগায় টানা ৬ষ্ঠ জয় পেয়েছে বার্সা, উঠে এসেছে পয়েন্ট তালিকার শীর্ষেও।

দলের দুই মূল ডিফেন্ডার রোনাল্ড আরাউহো, জুলস কুন্দে চোটের কারণে মাঠের বাইরে থাকায় আজ রবিবার (২ অক্টোবর) বার্সেলোনার রক্ষণভাগকে একটু ভিন্নভাবেই সাজাতে হয়েছিল কোচ জাভি হার্নান্দেজকে। নিজেদের মাঠে রিয়াল মায়োর্কা যে সেই রক্ষণের পরীক্ষা নেবে, তার আন্দাজও মিলেছিল গোটা ম্যাচেই।

তবে ম্যাচের ১৯ মিনিটে রবার্ট লেভানডফস্কির গোলে এগিয়ে যায় বার্সেলোনাই। আনসু ফাতির পাস থেকে প্রতিপক্ষ বিপৎসীমায় বল পেয়ে দারুণ এক বাঁকানো শটে গোল করেন তিনি। লা লিগায় এ নিয়ে ৭ ম্যাচে ৯ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরে রয়েছেন ৩৪ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার।

গোল হজম করে ছেড়ে কথা বলেনি রিয়াল মায়োর্কাও। হাউমে কস্তা, অ্যান্তোনিও সানচেজ, লি ক্যাং ইনের হাত ধরে বেশ কয়েকবার সমতা ফেরানোর কাছাকাছি চলে গিয়েছিল স্বাগতিকরা। তবে বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগানের অসামান্য নৈপুণ্যে কাতালান ক্লাবটি তাদের লিড ধরে রাখে।

অন্যদিকে, বার্সেলোনাও বেশ কয়েকবার ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল। কিন্তু রিয়াল মায়োর্কা গোলরক্ষক প্রেদ্রাগ রাকোভিচও নিজের দক্ষতায় দলকে রক্ষা করেন। ম্যাচের বাকি অংশে আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।

লা লিগায় ৭ ম্যাচ খেলে ছয় জয় এবং এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকায় সবার ওপরে রয়েছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে রিয়াল মাদ্রিদ। ওসাসুনার বিরুদ্ধে নিজেদের পরবর্তী ম্যাচে জয় তুলে নিলেই আবার শীর্ষে উঠে যাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //