রংধনু রংয়ের পোশাক পরায় কাতারে মার্কিন সাংবাদিক আটক

বিশ্বকাপ কাভার করতে গিয়ে সমকামী প্রতীকের শার্ট অর্থাৎ রংধনু রংয়ের পোশাক পরায় এক মার্কিন সাংবাদিককে আটক করেছে কাতারের নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সোমবার (২১ নভেম্বর) তাকে আটক করা হয়। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়।

মার্কিন ওই সাংবাদিকের নাম গ্র্যান্ট ওয়াহল। তিনি একসময় যুক্তরাষ্ট্রের ক্রীড়া সাময়িকী স্পোর্টস ইলাস্ট্রেটেডের সাংবাদিক ছিলেন। এখন তার নিজের ওয়েবসাইট রয়েছে।

গ্র্যান্ট জানান, তিনি এলজিবিটিকিউ কমিউনিটির সমর্থনে একটি রংধনু (রেইনবো) রঙের টি-শার্ট পরেছিলেন। এই টি-শার্ট পরেই তিনি গতকাল কাতারের একটি বিশ্বকাপ ফুটবল স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করেছিলেন। তখন তাকে অল্প সময়ের জন্য আটক করা হয়।

কাতারে সমকামী সম্পর্ক অবৈধ। গতকাল দেশটির আহমেদ বিন আলী স্টেডিয়ামে ওয়েলসের বিপক্ষে যুক্তরাষ্ট্রের খেলা ছিল।

গ্র্যান্ট বলেন, নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা তাকে স্টেডিয়ামে প্রবেশ করতে দিতে অস্বীকৃতি জানান। তারা তাকে টি-শার্ট খুলে ফেলতে বলেন। ঘটনাটি নিয়ে তিনি টুইট করলে তার ফোন কেড়ে নেওয়া হয়। তাকে অল্প সময়ের জন্য আটক করা হয়।

গ্র্যান্ট টুইটারে লিখেছেন, “আমি ঠিক আছি। কিন্তু এটা ছিল একটি অপ্রয়োজনীয় কঠিন পরীক্ষা।”

গ্র্যান্টের ভাষ্য, পরে একজন নিরাপত্তা কর্মকর্তা তার কাছে আসেন এবং ক্ষমা চান। তাকে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেন।

ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ফিফার একজন প্রতিনিধি এই ঘটনায় গ্র্যান্টের কাছে ক্ষমা চেয়েছেন।

উল্লেখ্য, সমকামীদের প্রতীক হলো রংধনু। সমকামীতা বোঝাতে তারা এই প্রতীকটি ব্যবহার করে থাকে। আর সমকামীদের অধিকার আন্দোলনের অন্যতম প্রতীক রংধনু রঙের পতাকা।

এই সম্প্রদায়ভুক্তদের দাবি, রংধনু রঙের পতাকা ওড়ানো ও এই রঙের পণ্য ব্যবহারের মাধ্যমে মানব সমাজের নানামুখী বৈচিত্র্যকে স্বীকার করেন সমকামীরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //