যা আছে বিশ্বকাপ রেফারিদের ৬ লাখ টাকার ঘড়িতে

বিশ্বকাপের মতো মহাগুরুত্বপূর্ণ আসরে রেফারিদের উপর নজর থাকে বেশি। যা একজন খেলোয়াড়ের চেয়ে কোন অংশে কম নয়। কারণ মাঠে ২২ জন খেলোয়াড়দের সবকিছুই একজন রেফারির উপর নিয়ন্ত্রিত হয়ে থাকে। এমনকি কোন ম্যাচে ডাগ আউটে থাকা খেলোয়াড় ও কোচকে কার্ড দেখিয়ে থাকেন তারা। আর ম্যাচে কোন ভুল সিদ্ধান্ত কোন দলের উপর গেলে তোপটা এসে পড়ে কিন্তু রেফারিদের উপর। 

কাতার বিশ্বকাপে রেফারিদের হাতে শোভা পাচ্ছে ৬ লাখ টাকা মূল্যের সুদৃশ্য ঘড়ি। এই ঘড়ি নিয়ে যেন আগ্রহের কোন অন্ত নেই। ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা ওয়ার্ল্ড কাপে মেতে আছে পুরো বিশ্ব। কাতারের মাঠ কাঁপাচ্ছে মেসি-রোনালদোসহ বিশ্বের তাবড় তাবড় সব ফুটবল তারকারা। পায়ের জাদুতে মুগ্ধ করছে গ্যালারিতে থাকা দর্শকদের। এবারের বিশ্বকাপে আসরে একের পর এক চমক দেখাচ্ছে কাতার।

সবকিছু ছাপিয়ে সবচেয়ে বেশি নজর কেড়েছে কাতারের মাঠ দাপিয়ে বেড়ানো রেফারিদের হাতের স্মার্টওয়াচটি। বিশেষ এই ঘড়ি উন্নত সব প্রযুক্তি দিয়ে ঠাসা। সুইজারল্যান্ডের সংস্থা হাবলট দীর্ঘদিন ধরে ফিফা রেফারিদের জন্য বিশেষ ধরনের ঘড়ি তৈরি করছে। ৪৪ মিমি ডায়াল সাধারণত কালো সেরামিক এবং কালো টাইটানিয়ামের। এবারে স্ট্র্যাপে রয়েছে কাতারের মেরুন রঙের পতাকা। এই ঘড়িতে রয়েছে একটি চিপ। যার মাধ্যমে মাঠের বাইরের রেফারি তথা অন্য পরিচালকদের সাথে ম্যাচ চলাকালীন যোগাযোগ রাখেন মাঠের ভেতরের রেফারি। চিপের সাহায্যেই চলে যাবতীয় তথ্য আদানপ্রদান। অফসাইড, গোললাইন সংক্রান্ত এবং যেকোনো মেসেজ ডার্করুমে থাকা রেফারি পাঠালে ঘড়িটি ভাইব্রেট করে। ফলে মাঠের রেফারি সেটি দেখে প্রয়োজনে ব্যবস্থা নেন রেফারি। এছাড়াও ঘড়ি থেকেই রেফারি জেনে নিতে পারবেন লাইভ আপডেট, অতিরিক্ত সময়।

এমনকি মাঠে অপরাধ করা খেলায়াড়তের শাস্তির ক্ষেত্রে বিশেষ মোডও আছে ঘড়িটিতে। হাবলট এমন ১ হাজারটি ঘড়ি তৈরি করেছে এবারের বিশ্বকাপের জন্য। আসলে রেফারি ছাড়াও কাতারে আসা ভিভিআইপি অতিথিদেরও উপহার দেওয়া হচ্ছে অত্যাধুনিক স্মার্টওয়াচ। যা অর্থের বিনিময়েও বাজারে মিলবে না এখন। তবে লুইস ফিগো, মার্সেল ডেসাইলি, পেলে এবং কিলিয়ান এমবাপ্পে বিজ্ঞাপনের জন্য ঘড়িটি হাতে পরতে পেরেছেন। সুইজারল্যান্ডের সংস্থা হাবলট এই ঘড়ির দাম ৫ হাজার ৪৮০ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় লাখ টাকা। ১৯৮০ সালে প্রতিষ্ঠিত সুইস ঘড়ি প্রস্তুতকারক হাবলটের এই বিশেষ ঘড়িতে আরও থাকছে স্বাস্থ্যের নানা ফিচার। ব্যবহারকারীর সর্বক্ষণ স্বাস্থ্যের আপডেট জানাবে ঘড়িটি।

আর মাঠে থাকা অবস্থায় রেফারি জেনে নিতে পারবেন তার হার্টরেট সম্পর্কেও। গুগলের ওয়্যার ওএস দ্বারা চালিত একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ওয়্যার ৪১০০ প্রসেসর দিয়ে সজ্জিত। স্পোর্টিং স্মার্টওয়াচ লাইভ ম্যাচ আপডেট দেয় এবং একটি অ্যাক্সিলোমিটার, জাইরোস্কোপ, জিপিএস সুবিধাও আছে ঘড়িটিতে। বিশেষত্ব বলতে এই।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //