গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে এমবাপ্পে

গোল খরায় ভোগেনি এবারের কাতার বিশ্বকাপ। সেখানে জ্বলজ্বল করা নাম কিলিয়েন এমবাপ্পে। ৫ গোল করে সবার ওপরে রয়েছেন এই গতি দানব। প্রতিটা ম্যাচেই নিজেকে আলাদাভাবে মেলে ধরেছেন। এরই মধ্যে শেষ হয়েছে কাতার বিশ্বকাপের ষোলো দলের খেলা। সামনে এখন আট দলের লড়াই। অঘটন, নাটকীয়তা আর রোমাঞ্চ ছড়িয়ে গ্রেটেস্ট শো অন আর্থখ্যাত ফিফা বিশ্বকাপের ২২তম আসরের দ্বিতীয় পর্বের খেলা শেষে এখন কোয়াটার ফাইনালের অপেক্ষা। শেষ আটে খেলা নিশ্চিত করেছে নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ব্রাজিল,  মরক্কো ও পর্তুগাল। কোয়ার্টারের আগে মাঝে রয়েছে আবার দুদিনের বিরতি।

আগামীকাল ৯ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই। যেখানে ফাইনালের আগে প্রতিটি ম্যাচই একেকটি ফাইনাল, জিতলে পরের ধাপে, হারলে বিদায়। ইতোমধ্যে গোল্ডেন বুটের লড়াইটা জমে উঠতে শুরু করেছে। বিশ্বকাপের আসরে সর্বাধিক গোলদাতার হাতে ওঠে গোল্ডেন বুট। ২০১৮ বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমার, কিলিয়ান এমবাপ্পে, লুইস সুয়ারেজ, রবার্ট লেভানডভস্কিরা এখন পর্যন্ত তেমন কিছু দেখাতে পারেননি। তবে তাদের সুযোগ এখনই শেষ হয়ে যায়নি। দ্বিতীয় পর্ব শেষে গোল্ডেন বুটের দৌড়ে কারা এগিয়ে আছেন দেখে নিন তাদের গোল সংখ্যাটা।

৫ গোল
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)

৩ গোল
লিওনেল মেসি (আর্জেন্টিনা), রিচার্লিসন (ব্রাজিল), মার্কাস রাশফোর্ড (ইংল্যান্ড), বুকায়ো সাকা (ইংল্যান্ড), গঞ্জালো রামোস (পর্তুগাল), অলিভিয়ার জিরুড (ফ্রান্স) ও কডি গ্যাকপো (নেদারল্যান্ডস)।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //